Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চ থেকেই মেডেল চুরি!


১৬ জুলাই ২০১৮ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফদের মেডেল দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নো ইনফানতিনো, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্র্যাবার এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন। সেখানে তাদের পাশেই ছিলেন এক নারী। যার পরিচয় লুকিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অদ্ভুত এক সংবাদ পরিবেশন করছে।

একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় সেই নারী একটি মেডেল নিজের পকেটে লুকিয়ে রাখছেন। সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, তিনি মেডেলটি সকলের অগচরে লুকিয়ে ফেলেন।

বিজ্ঞাপন

ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়কদের মঞ্চে ডেকে সোনার মেডেল পড়িয়ে দেওয়া হয়। অ্যান্তোনিও গ্রিজম্যানের পর ডাকা হয় দেশটির কোচ দিদিয়ের দেশমকে। গ্রিজম্যানকে মেডেল পড়িয়ে দেন পুতিন, এরপরই সেই ঘটনা। বাড়তি মেডেলটি কিভাবে যেন হাতে চলে যায় সেই নারীর। তিনি সেটি নিজের পকেটে ঢুকিয়ে ফেলেন। এরপর দেশমকে তার মেডেলটি পড়িয়ে দেওয়া হয়।

ভাইরাল হওয়া সেই ভিডিও:
https://www.youtube.com/watch?v=DznzVZ81z5M

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর