Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারহান-শান্তর ব্যাটে রাজশাহীর মাঝারি সংগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২০:২৮

আজও ব্যাট হাসেনি রাজশাহী ওয়ারিয়ার্সের ওপেনার তানজিদ হাসান তামিমের। মুশফিকুর রহিম, ইয়াছির আলি বা হুসেইন তালাতরাও রান পাননি। এর মধ্যে ওপেনার শাহিবজাদা ফারহান ও নাজমুল হোসেন শান্ত অবশ্য ভালো ব্যাটিং করেছেন। যাতে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঝারি সংগ্রহ গড়েছে রাজশাহী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৮তম ম্যাচে রংপুরের বিপক্ষে ১৫৯ রান তুলেছে রাজশাহী। দলটির পক্ষে শাহিবজাদা ফারহানা সর্বোচ্চ ৬৫ রান করেছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। শুরুতেই রাজশাহীর ওপেনার তানজিদ হাসানের (৬ বলে ২ রান) উইকেট তুলে নেয় রংপুর। দ্বিতীয় উইকেটে ভালো একটা জুটি হয়েছে শাহিবজাদা ফারহান ও নাজমুল হোসেন শান্তর।

বিজ্ঞাপন

অবশ্য দুটি ইনিংসের স্ট্রাইরেকট আরও বেশি হওয়া নিয়ে আফসোস হয়ত দেখেই যাবে! ৩০ বলে ৫টি চার ১টি ছয়ে শান্ত ৪১ রান করে ফিরলে এই জুটি ভাঙে। পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহানও এরপর খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। ফিরেছেন ৪৬ বলে ৮টি চার ২টি ছয়ে ৬৫ রান করে।

এই দুজন ফেরার পর রাজশাহীর কোনো ব্যাটারই আর দাঁড়াতে পারেননি। পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ ছাড়া আর কোনো ব্যাটারই আর দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানে থেমেছে রাজশাহী।

রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের রহস্য স্পিনার আলিস আল ইসলাম। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট। ফাহিম আশরাফ ৪৩ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর