Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাকে ১০ উইকেটে হারাল চট্টগ্রাম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১৮:১৮

আগে বোলিং করে ঢাকা ক্যাপিটালসকে ১২২ রানেই আটকে দিয়েছিল চট্টগ্রাম রয়েলস। পরে ব্যাটিংয়ে রাজধানীর দলটিকে স্রেফ উড়িয়ে দিলেন চট্টগ্রামের দুই ওপেনার। কোটি টাকা দামের ওপেনার নাঈম শেখ রয়েসয়ে খেললেন। আর ইংল্যান্ডের অ্যাডাম রশিংটন রীতিমতো কচুকাটা করেছেন ঢাকার বোলারদের।

ফলাফল বিপিএলের নবম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম রয়েলস। তৃতীয় ম্যাচ খেলতে নামা চট্টগ্রামের এটা দ্বিতীয় জয়। এই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে বন্দরনগরীর দলটি। অপর দিকে তৃতীয় ম্যাচ খেলতে নেমে দ্বিতীয়বার হারা ঢাকা নেমে গেছে টেবিলের পাঁচ নম্বরে।

শুক্রবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে চট্টগ্রামের বোলারদের বিপক্ষে শুরু থেকেই ভুগেছে ঢাকা। নয় নম্বরে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ সাইফউদ্দিন ২৫ বলে ৪টি চারে ৩৩ রান করেছেন। ঢাকার পক্ষে সেটাই সর্বোচ্চ স্কোর।

বিজ্ঞাপন

এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন তিনে নামা উসমান খান (২১) ও আর আট নম্বরে নামা নাসির হোসেন (১৭)। ১৯.৪ ওভারে ১২২ রানে গুটিয়ে গেছে ঢাকা।

চট্টগ্রামের পক্ষে স্পিনার তানভীর ইসলাম ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া অপর স্পিনার শেখ মাহেদি নিয়েছেন ২ উইকেট।

পরে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের পাত্তাই দেয়নি চট্টগ্রামের দুই ওপেনার নাঈম শেখ ও অ্যাডাম রশিংটন। দুজনের ব্যাটে মাত্র ১২.৪ ওভারেই ১০ উইকেটের জয় নিশ্চিত করে ফেলে চট্টগ্রাম। অ্যাডাম রশিংটন মাত্র ৩৬ বলে ৯টি চার ২টি ছয়ে ৬০ রান করে অপরাজিত ছিলেন। অপর দিকে নাঈম শেখ ৪০ বলে ৫৪ রান করার পথে চার মেরেছেন ৭টি, ছক্কা ১টি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর