দেশে ফিরে জমকালো সংবর্ধনা পেল শিরোপাজয়ী ফ্রান্স
১৭ জুলাই ২০১৮ ১৩:৩৯
।। স্পোর্টস ডেস্ক ।।
১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ শিরোপা জয়ের ২০ বছর পর আবারো স্বপ্নের শিরোপার দেখা মিলল ফ্রান্সের। এবারের আসরের অন্যতম ফেভারিট হয়ে এসে আসরের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে শিরোপা নিয়েই দেশে ফিরল ফরাসিরা। সোমবার (১৬ জুলাই) দেশে ফেরার পর জমকালো সংবর্ধনা পেল শিরোপাজয়ী দলটি।
বিশ্বকাপ শিরোপা জয় করে রাশিয়া থেকে বিমান ধরে সরাসরি প্যারিসের উদ্দেশ্য রওনা করা পগবা, গ্রিজমান, এমবাপেরা। বিমান থেকে নেমেই শুরুতে শিরোপা উঁচিয়ে ধরলেন দলের অধিনায়ক হুগো লরিস।
এরপর বিমান বন্দর থেকে খোলা বাসে করে প্যারিস গেটে পৌঁছায় শিরোপাজয়ী দলটি। ততোক্ষণে সেখানে অধির আগ্রহে অপেক্ষা করছিল লাখ লাখ সমর্থক। এরপর সেখানে পৌছে ভক্ত সমর্থকদের কাছ থেকে সংবর্ধনা পান তারা।
জাতীয় পতাকা হাতে নিয়ে সমর্থকরা নানা স্লোগানে মুখরিত করে রেখেছিলেন প্যারিসের রাস্তা। সমর্থকদের এমন আয়োজন ছাড়াও আকাশপথে হেলিকপ্টার থেকে লাল, সাদা ও নীল রঙ ছুঁড়ে তুলে ধরা হয় ফ্রান্সের জাতীয় পতাকার চিত্র।
এরপর সেখান থেকে রাষ্ট্রপতি ভবন প্যালেস এলিসে শিরোপাজয়ীদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তার স্ত্রী বিজিত ম্যাক্রো।
সারাবাংলা/এসএন