চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যত এগিয়ে যাচ্ছে টুর্নামেন্টের উত্তেজনাও ততো বাড়ছে। এর মধ্যে বিপিএলের ধারাভাষ্য প্যানেলে নতুন সংযাজন। নতুন ধারাভাষ্যকার হিসেবে যুক্ত হচ্ছেন ইংল্যান্ডের নিক কম্পটন।
৪২ বছর বয়সী এই সাবেক ইংলিশ ক্রিকেটার স্কাই স্পোর্টস, বিসিবি ও ইএসপিএনের মতো প্লাটফর্মে বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।
এবারের বিপিএলে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন দেশি-বিদেশি ১১ জন। বিদেশিদের মধ্যে পাকিস্তানের রমিজ রাজা, ওয়াকার ইউনুস, ইংল্যান্ডের ড্যারেন গফ, ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি, শ্রীলংকার পারভেজ মাহরুফ অন্যতম। তাদের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন নিক কম্পটন।
ধারাভাষ্যকার তালিকায় দেশিদের মধ্যে আছেন আতাহার আলী খান, মাজহার উদ্দিন ওমি, সমন্বয় ঘোষ। এবারের বিপিএলে সঞ্চলনা প্যানেলে বড় কিছু নাম আছে। বিদেশি সঞ্চালক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসকে উড়িয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে ১৬ টেস্ট খেলেছেন নিক কম্পটন। ২০১৮ সালে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যে যুক্ত হন।
ব্যাটিংয়ের সূক্ষ্ম দিক, ম্যাচের পরিস্থিতি বিশ্লেষণ ও খেলোয়াড়দের মানসিকতা নিয়ে আলোচনার জন্য আলাদাভাবে পরিচিত নিক কম্পটন।