Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বীরের সংবর্ধনা পেল ক্রোয়েশিয়া


১৭ জুলাই ২০১৮ ১৪:৩৪

।। স্পোর্টস ডেস্ক ।।

বিশ্বকাপ শিরোপা জয়ের খুব কাছে গিয়েও স্বপ্ন ভাঙল ক্রোয়েশিয়ার। কিন্তু, প্রথমবারের মতো ফাইনালে ওঠার গৌরব অর্জনে দেশে ফিরে বীরের সংবর্ধনা পেল ক্রোয়াটরা।

এবারের বিশ্বকাপে অনেক চমক দেখিয়েছে মদ্রিচ, রাকিতিচরা। এক ম্যাচও না হেরে দুর্দান্ত খেলেই ফাইনালে জায়গা করে নিয়েছিল দলটি। কিন্তু, ফাইনালে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয়েই ফিরতে হয়েছে ক্রোয়েশিয়ানদের।

তবে, বিশ্বকাপ জিততে না পারলেও দেশে ফিরে নজর কাড়া এক সংবর্ধনা মিলেছে ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের। শুধু সংবর্ধনাই নয়, ক্রোয়েশিয়া দলের খেলোয়াড়দেরকে ঘোষণা করা হয়েছে জাতীয় বীর হিসেবে। বিশ্বকাপ ফাইনালে হারানোর কিছুই ছিলনা ক্রোয়াটদের। তাই বিশ্বকাপ না জিতলেও বীরের অভিবাদন মিলেছে তাদের।

বিশ্বকাপ শেষে সোমবার (১৬ জুলাই) দেশে ফিরেছে মদ্রিচ-রাকিতিচরা। দলের আগমনে দেশের রাজধানীতে অপেক্ষায় ছিল লাখো সমর্থক। অপেক্ষায় ছিলেন বীরদের উষ্ণ সংবর্ধনা জানাতে।

হাতে জাতীয় পতাকা, আর লাল-সাদা জার্সি গায়ে বীরদের বরণ করে নিয়েছেন দেশের সমর্থকরা।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর