কিছুতেই যেন কিছু হচ্ছে না বিপিএলের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের। বেশ আলোচনার জন্ম দিয়ে বিপিএলে আসা দলটা এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে, হেরেছে ছয়টিতেই। আজ রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে নোয়াখালী।
টানা ছয় হারে নোয়াখালী যথারীতি পয়েন্ট টেবিলে সবার নিচে। অপর দিকে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রাজশাহী। পাঁচ ম্যাচে চারটিতেই জিতেছে রাজশাহী।
আজ সৌম্য সরকারের ফিফটিতে ১৫১ রান তুলেছিল আগে ব্যাটিং করতে নামা নোয়াখালী। পরে সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসিমের ব্যাটিং ঝড়ে এক ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে ফেলেছে রাজশাহী।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করার আমন্ত্রণ পায় নোয়াখালী। টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্যাটিংটাই বেশি ভোগাচ্ছে নোয়াখালীকে। আজও চ্যালেঞ্জ জানানোর মতো স্কোর গড়তে পারেনি দলটি।
ওপেনার সৌম্য সরকার লড়াকু একটা ফিফটি করেছেন। অপর ওপেনার শাহাদাত হোসেনের সঙ্গে সৌম্যর ওপেনিং জুটিটা হয়েছে ৫৭ রানের। শাহাদাত ২৮ বলে ৩০ রান করে ফিরলে এই জুটি ভাঙে। সৌম্য ৪৩ বল খেলে ৬টি চার ৩টি ছয়ে ৫৯ রান করে আউট হয়েছেন।
মিডল অর্ডারে এক মোহাম্মদ নবি ছাড়া বাকিরা সুবিধা করতে পারেননি। আফগান অলরাউন্ডার ২৬ বলে ১ চার ৩ ছয়ে করেছেন ৩৫ রান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রানে থেমেছে নোয়াখালী।
এই স্কোরকে আরও ছোট বানিয়ে ফেলেন রাজশাহীর ওপেনার মোহাম্মদ ওয়াসিম। ওপেনিংয়ে নেমে রীতিমতো ঝড় তুলেছিলেন ব্যাটে। আউট হয়েছেন ১৩তম ওভারে। তার আগে মাত্র ৩৫ বল খেলে ৪টি করে চার ছয়ে করেছেন ৬০ রান। এরপর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রাজশাহী। তবে ওয়াসিম যেমন ব্যাটিং করে গেছেন তাতে জয় পেতে সমস্যা হয়নি রাজশাহীর।
১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫২ রান তুলে ফেলে রাজশাহী। দলের বাজে দিনে নোয়াখালীর পেসার মেহেদি হাসান রানা ৪ ওভারে ২৫ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।