Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিম ইকবাল ইস্যুতে ক্রিকেটারদের সংবাদ সম্মেলন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১৯:৫৯ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ২২:১৩

বাংলাদেশ দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত কিনা সে বিষয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যের প্রেক্ষিতে তামিমকে ‘ভারতের দালাল’ বলেছেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলাম। এমন মন্তব্যের প্রতিবাদ করছেন ক্রিকেটাঙ্গনের অনেকে। এদিকে, তামিমকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াব।

এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন মন্তব্যকারীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সিলেটে বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলে সংবাদ সম্মেলন করেছে কোয়াব। এতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুনের সঙ্গে আরও উপস্থিত ছিলেন মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, সাইফ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলামরা।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে আগেই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোয়াব। সংবাদ সম্মেলনে সেটা পরেও শোনান সভাপতি মিঠুন বলেন, ‘সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের একটি মন্তব্য কোয়াবের নজরে এসেছে। আমরা এতে ক্ষুব্ধ, বিস্মিত ও হতাশা প্রকাশ করছি। বাংলাদেশ ক্রিকেটের সফলতম ওপেনার, বাংলাদেশের হয়ে ১৬ বছর খেলা ক্রিকেটারকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিম নয়, দেশের যেকোনো একজন ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহনযোগ্য ও দেশের ক্রিকেটের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। বিসিবি সভাপতির কাছে এরই মধ্যে আমরা প্রতিবাদ পাঠিয়েছি। এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার এবং জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি।’

তামিমকে নিয়ে ওই মন্তব্যের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। মিঠুন বলেছেন এই বিষয়টিকেও ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, ‘আমরা ক্রিকেটারদের সংগঠন (কোয়াব), আমরা দেখব ক্রিকেটারদের স্বার্থ। ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কথা বলতে গেলেও সেটাকে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে।’

একই সংবাদ সম্মেলনে বিশ্বকাপ খেলতে যাওয়া প্রসঙ্গে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমরা চাই সুষ্ঠু সমাধান, ক্রিকেটকে আলাদা রাখা আমাদের চাওয়া। বিসিবি আমাদের গার্ডিয়ান, আশা করি তারা সঠিক পদক্ষেপ নিবে।’

উল্লেখ্য, পরিস্থিতির সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে নিয়ে। ভারতীয় উগ্রপন্থীদের দাবিতে হুট করেই আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। বিষয়টি নিয়ে সমালোচনা চলছিল সর্বোত্র। ভারতীয়দের মধ্যেই অনেকে খেলাধুলায় রাজনীতিকে টেনে আনার সমালোচনা করেছেন।

এর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে নিরাপত্তার প্রশ্নে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে তামিম ইকবাল বলেছিলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত হতো দেশের ভবিষ্যৎ ও সবকিছু চিন্তা করে। হুট করে একটা মন্তব্য করে দেওয়া জটিল। তবে এটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়ের প্রায় পুরোটাই আইসিসি নির্ভর। ফলে আইসিসির কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বর্তমান, ভবিষ্যত সব ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেছিলেন তামিম।

মূলত এমন মন্তব্যের কারণেই তামিমকে ভারতের দালাল বলে ফেসবুকে পোস্ট দেন বিসিবি সভাপতি নাজমুল ইসলাম।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর