।। স্পোর্টস ডেস্ক ।।
আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকান বজ্রবিদ্যুত খ্যাত উসাইন বোল্টের ফুটবল প্রেমের কথা সবারই কম-বেশি জানা। এবার শোনা যাচ্ছে, দৌড়ের রাজা খেলবেন অস্ট্রেলিয়ান ফুটবল ক্লাবে।
ইংলিশ ক্লাব সম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার ইচ্ছের ছিল বোল্টের। তবে ইংলিশ জায়ান্টদের হয়ে খেলার সুযোগ পাননি জ্যামাইকান সাবেক এই স্প্রিন্টার। কিন্তু, ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ফুটবল খেলে গোল দেওয়ার সুযোগ হয়েছে তার। ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের একটি দলের বিপক্ষে মুখোমুখি হয় ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড একাদশ’, যেখানে ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড একাদশ’ এর হয়ে পেনাল্টি শুটআউটে গোল করেন বোল্ট।
এবার অস্ট্রেলিয়ান ক্লাব মেরিনার্সের হয়েই খেলার কথা চলছে বোল্টের। শোনা যাচ্ছে, এই ক্লাবটির সঙ্গে আপাতত ছয়মাসের চুক্তির হতে পারে ৩১ বছর বয়সী বোল্টের।
ম্যারিনার্সের প্রধান নির্বাহী শন মিলেক্যাম্পও বেশকিছুদিন ধরেই বোল্টকে নিয়ে আগ্রহ দেখিয়েছেন। মেরিনার্স থেকেও জানানো হয়েছে, সব ঠিক থাকলে এক মৌসুমের জন্য জ্যামাইকান তারকাকে দলে টানবেন তারা।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সহকারী কোচ মাইক ফেলান বর্তমানে আছেন ম্যারিনার্সের দায়িত্বে। বোল্টকে নিয়ে বেশ আগ্রহী তিনিও। তবে চুক্তি সারতে বেশ কিছু শর্ত ছুঁড়ে দিয়েছেন বোল্টের এজেন্ট টনি র্যালিস। কিছু শর্ত মিলে গেলেই চুক্তি শেষে বোল্ট ট্রায়ালে নামবেন বলেও জানিয়েছেন র্যালিস। অবশ্য বোল্টের বেতন নিয়েই নাকি আলাপ চলছে বলেই গুঞ্জন শুরু হয়েছে।
সব ঠিকঠাক থাকলে মেরিনার্সের হয়েই মাঠ কাঁপাতে নামবেন জ্যামাইকান বজ্রবিদ্যুত খ্যাত উসাইন বোল্ট।
সারাবাংলা/এসএন