Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাফ জয়ী নারী ফুটসাল দলকে অভিনন্দন মির্জা ফখরুলের

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ২২:১১

ছবি কোলাজ; সারাবাংলা

ঢাকা: সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটসাল দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৫ জানুয়ারি) এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তিনি বলেন, প্রথমবারের মতো ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ফুটসালে মালদ্বীপের বিপক্ষে ১৪ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটসাল দল সারাবিশ্বে দেশের জন্য গৌরব ও সম্মান বয়ে এনেছে। এই জয় মালদ্বীপের বিপক্ষে সাফ নারী ফুটসালে বাংলাদেশ দলের সবচেয়ে বড় সাফল্য বলেও তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নারী ফুটসাল দলের সুদৃঢ় মনোবল, কঠোর পরিশ্রম ও ক্রীড়া নৈপুণ্য আরও এক ধাপ এগিয়ে গেল।

বিজ্ঞাপন

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অদূর ভবিষ্যতে এই দল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করতে সক্ষম হবে।

অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব সাফ নারী ফুটসালে বাংলাদেশ দলের খেলোয়াড়দের পাশাপাশি দলের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান এবং তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর