ম্যাচটা ছিল বাঁচামরার। এমন ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে সেখানেই পিছিয়ে পরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এই সংগ্রহ নিয়ে পরে ইংলিশদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি বোলিং আক্রমণ।
পরে ১৫৫ বল হাতে রেখে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বড় হারে সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের যুবাদের। এ নিয়ে টানা তিন বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বিদায় নিল বাংলাদেশ যুব দল। ২০২০ সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
সোমবার (২৬ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৮.১ ওভারে ১৩৬ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ওভারেই ফেরেন ওপেনার জাওয়াদ আবরার।
দ্বিতীয় উইকেট জুটিতে অপর ওপেনার রিফাত বেগকে নিয়ে ৪৬ রান যোগ করে ধাক্কা সামলানোর বার্তা দিচ্ছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। রিফাত বেগ ৩১ বলে ৩৬ রান করে ফিরলে তারপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।
অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও উইকেটকিপার মোহাম্মদ আবদুল্লাহ (২৫) ছাড়া আর কেউ ২০ রানও করতে পারেননি।
পরে অল্প পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুতে বাংলাদেশকে অবশ্য উইকেট এনে দিয়েছিলেন পেসার আল ফাহাদ। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে জোসেফ মুরসকে ফেরান তিনি।
নবম ওভারে ইংল্যান্ডের আরেক ওপেনার বেন ডকিন্সকে (২৯ বলে ২৭ রান) ফেরান আল ফাহাদ। এরপর ইংলিশ অধিনায়ক টমাস রু ও বেন মায়েসের ৭৮ রানের জুটি। সেই জুটিতেই বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়েছে। শেষ পর্যন্ত ৫৯ রানে অপরাজিত ছিলেন টমাস রু। ৩৪ রানে আউট হন মায়েস।