বর্তমান বিশ্বের অন্যতম সেরা আলোচিত ক্রিকেটারের নাম মোস্তাফিজুর রহমান! মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশ, ভারত ক্রিকেটে চলছে নানান আলোচনা। এর মধ্যে আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশি পোসর।
বুধবার (২৮ জানুয়ারি) সাপ্তাহিক র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বোলিং বিভাগে উন্নতি হয়েছে মোস্তাফিজের।
এর আগে টি-টোয়েন্টির বোলিং র্যাংকিংয়ে আট নম্বরে ছিলেন কাটার মাস্টার। আজকের হালনাগাদে আট থেকে সাত নম্বরে উঠেছেন বাংলাদেশি পেসার। বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট এখন ৬৬৫। র্যাংকিংয়ের সেরা দশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজ।
টি-টোয়েন্টিতে বোলিং র্যাংকিংয়ের সেরা দশে পরিবর্তন হয়েছে আরও তিনটি। পাঁচ ধাপ এগিয়ে র্যাংকিংয়ের নয় নম্বরে উঠে এসেছেন আফগানিস্তানের স্পিনার মুজিব-উর রহমান। একধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। নয় থেকে আট নম্বরে উঠে এসেছেন নাথান এলিস।
র্যাংকিংয়ের সেরা চারে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে যথারীতি ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। দুই নম্বরে আফগান স্পিনার রশিদ খান। তিনে শ্রীলংকান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর চার নম্বরে কিউই পেসার জ্যাকব ডাফি।