Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএ গেমসের নতুন সময়সূচি ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১৯:০১

২০২৬ সালের ২৩–৩১ জানুয়ারি পাকিস্তানের তিন শহরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস) নির্ধারিত সময়ে আয়োজন করতে পারেনি আয়োজক দেশ পাকিস্তান। ফলে গেমসের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।

গত পরশু উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সাধারণ সভায় পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন ২০২৭ সালের ২৩–৩১ মার্চ এসএ গেমস আয়োজনের নতুন দিনক্ষণ প্রস্তাব করে।

তাসখন্দে ওসিএ’র সাধারণ সভা ও সভাপতি নির্বাচন উপলক্ষে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশে ফিরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘পাকিস্তান মৌখিকভাবে আগামী বছরের মার্চের শেষ সপ্তাহে গেমস আয়োজনের কথা জানিয়েছে। দেশে ফিরে তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবে।’

বিজ্ঞাপন

দুই বছর পর পর এসএ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক ও আর্থ-সামাজিক নানা কারণে এই অঞ্চলের সবচেয়ে বড় মাল্টি-স্পোর্টস আসরটি নিয়মিতভাবে পিছিয়ে যাচ্ছে। ২০১৯ সালে নেপালের কাঠমান্ডু ও পোখারায় সর্বশেষ আসর অনুষ্ঠিত হওয়ার পর পাকিস্তান একাধিকবার আয়োজনের সময় পিছিয়েও গেমস আয়োজন করতে ব্যর্থ হয়। এ ছাড়া ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন গেমসের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে।

জোবায়েদুর রহমান রানা বলেন, ‘তাসখন্দে সাউথ এশিয়ান কাউন্সিলের সভায় পাকিস্তান নেতৃত্ব দেওয়ায় ভারতের প্রতিনিধি উপস্থিত ছিলেন না। নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ—তিন দেশই পাকিস্তানের কাছে জানতে চেয়েছিল তারা বাস্তবিকই গেমস আয়োজন করতে পারবে কি না। পাকিস্তান দৃঢ়ভাবে জানিয়েছে, আগামী বছর তারা গেমস আয়োজন করবে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কী হয়।’

এদিকে ২০২৬ সালে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস ও ইয়ুথ অলিম্পিকের মতো বড় আন্তর্জাতিক আসর রয়েছে। গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসের জন্য বাংলাদেশের অংশগ্রহণকারী ডিসিপ্লিন প্রায় চূড়ান্ত হলেও সেপ্টেম্বর মাসে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের ডিসিপ্লিন এখনো নির্ধারণ করা হয়নি।

এ বিষয়ে মহাসচিব জানান, আগামী ১ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজ পরিদর্শনের পাশাপাশি বিওএর নির্বাহী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আসন্ন আন্তর্জাতিক গেমসগুলোর ডিসিপ্লিন ও প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

এসএ গেমসের নতুন সময়সূচি ঘোষণা
২৮ জানুয়ারি ২০২৬ ১৯:০১

মোস্তাফিজকে সুখবর দিল আইসিসি
২৮ জানুয়ারি ২০২৬ ১৮:৪৮

আরো

সম্পর্কিত খবর