Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেট মাঠে ফেরার আশা নিয়ে ছুটিতে গেলেন সিমন্স

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৯:২৯ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৯:৩১

কদিন পর মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। নিরাপত্তাশঙ্কায় ভারতের বদলে শ্রীলংকায় ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি তুলেছিল বাংলাদেশ। আইসিসি সেই দাবি না মানায় বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। এদিকে, ঢাকার ক্লাব ক্রিকেটেও চলছে অনিশ্চয়তা।

সব মিলিয়ে বাংলাদেশি ক্রিকেটাররা ক্রিকেটে কবে ফিরবেন তা নিয়ে  অনিশ্চয়তা। বিপিএল শেষে ক্রিকেটারদের অনেকে ঢাকার বাহিরে গেছেন ছুটি কাটাতে। পরিবারের সঙ্গে গ্রামে ঘুরছেন অনেকে। ছুটিতে গেলেন হেড কোচ ফিল সিমন্সও। দেশে উড়াল দেওয়ার আগে সিমন্স প্রত্যাশা করেছেন, দ্রুতই ক্রিকেটে ফিরতে পারবেন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

দেশে ফেরা আগে ক্রিকবাজকে বলেছেন, ‘আমার মনে হয় জাতীয় নির্বাচনের পর বিসিএল হবে। ততদিনে ক্রিকেট (মাঠে) ফিরবে বলে আশা করছি আমি।’

সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দলের সঙ্গে এই সময়ে ভারতে থাকার কথা ছিল সিমন্সের। বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করাতে সেটা হয়নি। বাংলাদেশ পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলবে বিশ্বকাপের পর। বিশ্বকাপের পর পাকিস্তান আসবে বাংলাদেশে সিরিজ খেলতে।

বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়া বাংলাদেশ এই ফাঁকা সময়টাতে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে। কিন্তু সামনেই জাতীয় নির্বাচন বলে সেই টুর্নামেন্ট নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সব মিলিয়ে সিমন্সের হাতে কাজ নেই। স্বাভাবিকভাবেই তাই দেশে ফিরে গেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ।

শোনা যাচ্ছে, এই ফাঁকা সময়ে ক্যাম্প আয়োজনের কথা ভাবছে বিসিবি। ক্যাম্প যদি শুরু হয় সেই সময়ে ফিরতে পারেন ফিল সিমন্স। এছাড়া ফিরবেন মার্চে, পাকিস্তান সিরিজের সময়ে।

বাংলাদেশে এসে ১২, ১৪ ও ১৬ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান দল। পাকিস্তানিদের বাংলাদেশে পা রাখার কথা রয়েছে ৯ মার্চ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর