Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কটল্যান্ডকে উড়িয়ে অপ্রতিরোধ্য বাংলাদেশের টানা ষষ্ঠ জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১৫:৫৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৫:৫৯

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ নারী ক্রিকেট দল যেন রীতিমতো অপ্রতিরোধ! আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছিল নিগার সুলতানা জ্যোতির দল। আজ স্কটল্যান্ডকে উড়িয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপ বাছাই পর্বে সুপার সিক্সে আজ স্কটল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে বাংলাদেশ।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝড়ো ফিফটির পর মারুফা আক্তারের সুইংয়ে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি স্কটল্যান্ড। নিগার সুলতানা, সোবহানা মোস্তারির ব্যাটে আগে ব্যাটিং করে ১৯১ রান তুলেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটা দ্বিতীয় দলীয় সর্বোচ্চ স্কোর।

পরে স্কটল্যান্ড আটকে গেছে ১০১ রানেই। যাতে ৯০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টিতে রানের হিসেবে বাংলাদেশের এটা তৃতীয় সেরা জয়।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরের ত্রিভাবন ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস উদ্বোধনী জুটিতে তোলেন ৬৭ রান। দুজন ফিরেছেন অবশ্য পর পর। ৩৯ রান করে ফিরেছেন দিলারা আর জুয়াইরিয়া ফিরেছেন ২২ রান করে।

তিনে নেমে সুবিধা করতে পারেননি শারমিন আক্তার সুপ্তা (১৫)। তবে এরপর ক্রিজে গিয়ে রীতিমতো ঝড় তোলেন নিগার সুলতানা জ্যোতি। সোবহানা মোস্তারি অধিনায়ককে দারুণ সঙ্গ দিয়েছেন।

চতুর্থ উইকেটে ১০০ রানের জুটি গড়েন দুজন। নিগার মাত্র ৩৫ বল খেলে ৫টি চার ৩টি ছয়ে ৫৬ রান করেন। আর সোবহানা মাত্র ২৩ বলে ৪৭ রান করে আউট হয়েছেন। যাতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের বিশাল স্কোর পায় বাংলাদেশ।

পরে জবাব দিতে নেমে স্কটল্যান্ডকে শুরুতেই বিপদে ফেলেন বাংলাদেশি পেসার মারুফা আক্তার। দারুণ এক ডেলিভারিতে ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন মারুফা। পরে আরও দুই উইকেট নিয়েছেন তরুণ পেসার। নিয়মিত বিরতিতে উইকেট হারানো স্কটল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০১ রানে থেমেছে।

বাংলাদেশের পক্ষে মারুফা ৩টি ও স্বর্ণা আক্তার ২টি উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর