Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিক-লিটনের ব্যাটে প্রস্তুতি সারল বাংলাদেশ


২০ জুলাই ২০১৮ ১১:১১

।। স্পোর্টস ডেস্ক ।।

রোববার (২২ জুলাই) শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। তাই ওয়ানডে সিরিজের আগে এবার দারুণ প্রস্তুতি সারল মাহমুদউল্লাহর দল। বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর্স একাদশের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।

ওয়েস্ট ইন্ডিজের স্যাবাইনা পার্কে খেলতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২২৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর্স একাদশ। জবাবে মাঠে নেমে ৪৩.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। তবে এই ম্যাচে মাশরাফি-সাকিব মাঠে নামেননি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলে জয় এনে দেন মুশফিকুর রহিম। ৭০ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি। আর ৭৯ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় ৭০ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। এছাড়াও নাজমুল হোসেন শান্ত ৪৩ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের রভমান পাওয়েল সর্বোচ্চ ২টি উইকেট নেন।

এর আগে, শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২২৭ রান তোলে ভাইন্স চ্যান্সেলর একাদশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন ওট্টেলে। কেভেম হজ করেন ৪৪ রান। উইকেটররক্ষক আমির জাঙ্গু ৩৬, ক্রিস কেইল ২৯ আর আন্দ্রে রাসেল ১১ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে ১৪ রানে ৪ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। ১০ ওভারে ৩টি মেইডেন ওভার করেন তিনি। এছাড়াও রুবেল হোসেন ৪০ রানে ৩টি উইকেট নেন।

আগামী রোববার (২২ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচ উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল।

সারাবাংলা/এসএন


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর