মুশফিকের ওই চার এবং আইসিসির অদ্ভুত নিয়ম
২৬ জুলাই ২০১৮ ১৪:৪৯
স্পোর্টস ডেস্ক।।
ওই চারটা পেলে কি বাংলাদেশ ম্যাচটা জিতে যেত?
বাংলাদেশের ইনিংসের ৪২তম ওভারের তৃতীয় বল। মুশফিকুর রহিম দেবেন্দ্র বিশুর বলটা রিভার্স সুইপ করলেন। ব্যাটে অবশ্য লাগল না, তবে গ্লাভসে লেগে তা চলে গেল বাউন্ডারিতে। তবে অন্যদিকে বিশু আপিল করেছেন, আম্পায়ার সেই আবেদনে সাড়াও দিয়ে দিয়েছেন। মুশফিক সঙ্গে সঙ্গেই রিভিউ ইলেন, তার পরেই আম্পায়ারের সঙ্গে কথা বলতে গেলেন। নিশ্চিত হলেন, আউট না হলে চারটা পাচ্ছেন না, সেটা ডট বল হিসেবে ধরা হবে।
খানিক পর রিপ্লেতে দেখা গেল, বল গ্লাভসে লেগেছিল ভালোভাবেই। কিন্তু মুশফিক বাউন্ডারিটা পেলেন না। আইসিসির নিয়ম অনুযায়ী আম্পায়ার আউট দিয়েছেন বলে কোনো রান যোগ হবে না, কারণ আম্পায়ার আঙুল ওঠানোর সাথে সাথে বলটা ডেড হয়ে গেছে। এর পর যাই হোক, সেটা স্কোরকার্ডে লেখা থাকবে না। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে মূল্য দিতে হয়েছে ওই চার রানের জন্য, ওয়েস্ট ইন্ডিজ যে শেষ পর্যন্ত জিতে গেছে ৩ রানে!
আইসিসির নিয়মের এই ভুল নিয়ে অনেক দিন থেকেই কথা হয়ে আসছে, তবে এখন পর্যন্ত বদলানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কাল বাংলাদেশকে মূল্য দিতে হয়েছে, কে জানে বিশ্বকাপের মতো আসরে হয়তো এটা নিয়ে আরও বড় বিতর্ক হবে!
সারাবাংলা/এএম/এসএন