সালাহ’র ফেরায় সন্তুষ্ট লিভারপুল কোচ
২৬ জুলাই ২০১৮ ১৭:৫৯
।। স্পোর্টস ডেস্ক ।।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সার্জিও রামোসের সঙ্গে বল কাটাকাটি করতে গিয়ে কাঁধে চোট পান মিশরীয় তারকা মোহাম্মেদ সালাহ। এরপর অবশ্য শঙ্কা কাটিয়ে রাশিয়া বিশ্বকাপ আসরে নেমেছেন জাতীয় দলের হয়ে। বুধবারে (২৫ জুলাই) ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নেমে গোল করেন। মাঠে ফিরে গোল পাওয়ায় তার ওপর বেশ সন্তুষ্ট লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে ম্যানসিটির বিপক্ষে মাঠে নেমে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র দিয়ে শেষ হলেও, দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে লেরয় সেনের গোলে পিছিয়ে পড়ে লিভারপুর (১-০)। তবে ম্যাচের ৬২ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দারুণ চমক দেখান লিভারপুর স্ট্রাইকার সালাহ। মাঠে নামার ১ মিনিটের মধ্যেই গোল করে দলকে সমতায় ফেরান এই মিশরীয় তারকা (১-১)। আর যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন সেনেগাল তারকা সাদিও মানে (১-২)।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে লিভারপুল কোচ ক্লপ অবশ্য জানিয়েছেন, ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত মিশরীয় স্ট্রাইকার। ক্লাবের হয়ে শেষ ম্যাচে ইনিজুরির পর, বিশ্বকাপ মিশন শেষে আবারো ক্লাবের হয়ে মাঠে নেমে দারুণ কীর্তি গড়েছেন সালাহ। যে কারণে বেশ খুশি লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, ‘খেলার আগেই ওকে বলেছি, ওর কোনো সমস্যা নেই। মাঠে এখন শুধু আলাদা কাজগুলোই দেখানো তার দায়িত্ব।’
ম্যাচটা যে একেবারেই সহজ ছিল না, সেটাই বললেন ক্লপ। তবে, সালাহ ও মানেরা একত্র হয়ে সেরা খেলাটাই উপহার দিয়েই জয় জয় পেয়েছে বলে মনে করছেন লিভারপুল কোচ, ‘সে (সালাহ) মাঠে ফিরেছে আর ১ মিনিটের মধ্যেই গোল করেছে। মাঠে নেমেই সে তার সাদিও (মানে), বেন সহ মিডফিল্ডারদের সঙ্গে একত্রিত হয়ে দারুণ খেলেছে। প্রথমার্ধে আমরা অনেক কিছুই করতে পারিনি, তবে দ্বিতীয়ার্ধের খেলায় আমি খুশি। ছেলেদের জন্য এটা খুব কঠিন ছিল, তবে তারা অবাক করে দিয়েছে।’
সারাবাংলা/এসএন