Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের টানে ফুটবল খেলতে জার্মানি-ইংল্যান্ড থেকে বাংলাদেশে


২৭ জুলাই ২০১৮ ১২:৪৪

।। জাহিদ-ই-হাসান, স্টাফ করেসপন্ডেন্ট ।।

জাতীয় ফুটবল দলের জার্সি পড়ে দেশের প্রতিনিধিত্ব করতে দেশে এসেছিলেন জামাল ভূঁইয়া। ট্রায়াল দিয়ে লাল-সবুজ জার্সিটা পেয়ে বুকে জড়িয়ে এখনও নেতৃত্বে দিচ্ছেন। তার মতো এমন অনেকেই দেশের টানে ফুটবল খেলতে আসে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা।

এমন স্বপ্ন বুকে জড়িয়ে এবার তিনজন প্রবাসী বাঙ্গালি ফুটবলার ঢাকায় পা রেখেছেন। তাদের নাম ইয়াসিন, জিবরাইল ও সাকলাইন। জার্মান প্রবাসী ২ জন এবং ১ জন ইংল্যান্ড প্রবাসী বাঙ্গালী খেলোয়াড়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বসুন্ধরা কিংসের ফুটবলার বাছাইয়ে অংশগ্রহণ করেছে। আরও কিছু প্রবাসী বাঙ্গালী ফুটবলার বসুন্ধরা কিংসের সাথে যোগাযোগ করেছে। ট্রায়ালে দায়িত্বরত কোচদের সাথে কথা বলে এই তিনজনের বিষয় ইতিবাচক সাড়া পাওয়া গেছে। টিকে গেলে তারাই আসন্ন ঘরোয়া ফুটবলে ক্লাবের জার্সি গায়ে মাঠে নেমে পড়বেন।

এখন দলবদল চলছে। ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ লিগে অভিষেক হয়েছে বসুন্ধরা কিংসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৭-১৮ মৌসুমের সবার আগে থাকবে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে বিপিএলে নাম লেখানো বসুন্ধরা কিংস গড়তে চলেছে তারকা সমৃদ্ধ দল।

এবারের লিগে বৈচিত্র আসায় ফুটবলার বাছাইয়ে সচেতন ক্লাবগুলো। ভালো বিদেশি ফুটবলার দলে ভেড়াতে যারপরানই দৌড়ঝাপ শুরু করে দিয়েছে সবাই। ‘এশিয়ান কোটায় নিতে হবে প্লেয়ার’ সেদিকে চিন্তা করে মানের ফুটবলার খুঁজছে ক্লাবগুলো।
কিছু ক্লাব তো এরই মধ্যে বিদেশি নিশ্চিতও করে ফেলেছে! তাতে বেশ সাড়াও পড়েছে। তিন বছর আগে ঢাকা মাতিয়ে যাওয়া সনি নর্দেকে ফেরানোর গুঞ্জন চলছে বাজারে, তার সঙ্গে আরও দুই হাইতিয়ান ও কলকাতার ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল আসার কথা চাউর। তবে বসুন্ধরা কিংস সূত্রে জানা গেছে, চেষ্টা চলছে রাশিয়া বিশ্বকাপ খেলা এক কোস্টারিকান আনা, আলোচনাও অনেক দূর গড়িয়েছে। অন্য দু’জনও হাইপ্রোফাইল ইউরোপিয়ান, এশিয়ান কোটায়ও শীর্ষ লিগ খেলা একজন।

বিজ্ঞাপন

খালিদ জামিলের কথা শোনা গেলেও ইউরোপিয়ান কোচ আনার চেষ্টা করছে তারা। তবে বিদেশি ফুটবলার ও কোচ নিয়ে এখন মুখ খুলতে নারাজ ক্লাবের কোনো কর্তা।

বসুন্ধরা কিংসের অভিষেক তো হবে এবারই। দেখা যাক, ক্লাবের হয়ে এই তিন ফুটবলারের অভিষেক হয় কিনা।

 

সারাবাংলা/জেএইচ/এসএন

খালিদ জামিল চ্যাম্পিয়নশিপ লিগ জামাল ভূঁইয়া প্রবাসী বাঙ্গালী খেলোয়াড় বসুন্ধরা কিংস বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর