ছয় ম্যাচ নিষিদ্ধ গুনাথিলাকা
২৭ জুলাই ২০১৮ ১৫:৫৪
।। স্পোর্টস ডেস্ক ।।
‘কোড অব কন্ডাক্ট’ ভঙ্গ করার কারণে ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা। শুক্রবার (২৭ জুলাই) এই ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীন সময়ে ধর্ষণ সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে গুনাথিলাকার। যে কারণে তদন্ত নেমেছিল এসএলসি। এরপর জানা যায়, গুনাথিলাকার ব্রিটিশ পাসপোর্টধারী শ্রীলঙ্কান বন্ধু সন্দীপ জুড সেলিয়াহ নরওয়েজিয়ান এক তরুণীকে যৌন নির্যাতন করেন। এরপর ঘটনা তদন্তে নামে লঙ্কান পুলিশ। তবে, তদন্ত শেষের আগেই পুলিশের এক মুখপাত্র জানান, ‘গুনাথিলাকা জানিয়েছেন, তিনি অন্য রুমে ঘুমিয়ে ছিলেন, আর তার বন্ধু ব্রিটিশ পাসপোর্টধারী শ্রীলঙ্কান বন্ধু (সেলিয়াহ) নরওয়েজিয়ান তরুণীকে যৌন নির্যাতন করেন।’
ঘটনার পরপরই অবশ্য ২৬ বছর বয়সী সেলিয়াহকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছিল লঙ্কান পুলিশ। এরপর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সময়ে প্রাথমিক অনুসন্ধানের পর গুনাথিলাকাকে নিষেধাজ্ঞা দেন এসএলসি। প্রাথমিকভাবে দেয়া সেই নিষেধাজ্ঞায় সময় উল্লেখ করেনি বোর্ড। তবে, ধর্ষন সংশ্লিষ্টতা না থাকলেও, নিয়মভঙ্গের কারণে এবার ছয় ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন লঙ্কান এই ক্রিকেটার।
গত দশ মাসে এ নিয়ে ৩ বার নিয়মভঙ্গ করেছেন শ্রীলঙ্কান এই ক্রিকেটার। এর আগে, গত জানুয়ারিতে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে কটূক্তি করে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন লঙ্কান এই ওপেনার। আর অনুশীলনে যোগ না দেওয়ার অভিযোগে গত বছরও গুনাথিলাকাকে ৬ ম্যাচ নিষিদ্ধ করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
এবারের ঘটনার কারণে ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের ম্যাচ ফি’ও পাচ্ছেন না লঙ্কান এই ব্যাটসম্যান। কোনো প্রকার বোনাসও পাবেন না তিনি।
সারাবাংলা/এসএন
গুনাথিলাকা ছয় ম্যাচ নিষিদ্ধ টেস্ট দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্ট ২০১৮ শ্রীলঙ্কা