Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ডের খাতায় নাম লেখালেন শিরিন


২৭ জুলাই ২০১৮ ১৯:০২ | আপডেট: ২৭ জুলাই ২০১৮ ১৯:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন শিরিন আক্তার। জাতীয় অ্যাথলেটিক্সে সাতবারের স্বর্ণজয়ের রেকর্ড ছুঁয়েছেন তিনি। সঙ্গে টানা দুটি স্বর্ণজয়ের ধারা অব্যাহত রেখেছেন নৌবাহিনীর এই ক্রীড়াবিদ।

শনিবার (২৭ জুলাই) বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা চিত্র ভিন্ন পাওয়া গেলো। সবশেষ এনআরবি কমার্শিয়াল ব্যাংক ৪১তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় রানীর আসন ফিরে পেয়েছিলেন শিরিন। পাশে রাজার আসনে মেজবাহ আহমেদ। কিন্তু এবার রাণী ঠিক আছে রাজা বদলেছে। ১৬ বছরের হাছান মিয়া বাজিমাত করে গেছেন। মেজবাহকে টপকে অ্যাথলেটিক্সের জনপ্রিয় ইভেন্ট ১০০ মিটার স্বর্ণ জিতেছেন।

শিরিন এই ট্র্যাক শেষ করেছে ১২.২০ সেকেন্ড সময় নিয়ে। রৌপ্য জিতেছেন নৌবাহিনীর সোহাগী। সময় নিয়েছেন ১২.৩০ সেকেন্ড। ১২.৪০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সেনাবাহিনীর শরিফা খাতুন।

বিজ্ঞাপন

এদিকে শিরিন লাভলীর সাতবারের স্বর্ণজয়ের রেকর্ডে ভাগ বসালেন। যৌথভাবে জাতীয় অ্যাথলেটিক্সে সাতবারের স্বর্ণজয়ের রেকর্ডে তাই শিরিন আক্তারের নাম জায়গা করে নিলো। কিন্তু মেজবাহর সামনেও আটবারের রেকর্ড হাতছানি দিচ্ছিল।

এ স্বর্ণ জয়ের ধারা অব্যাহত রাখতে চান শিরিন। সামনে এস এ গেমসে আরও ভালো পারফরম করতে চান তিনি। নিজেকে ছাড়িয়ে যেতে চান।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর