Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও মাশরাফি ঝড়ে রংপুরের জয়


২৮ নভেম্বর ২০১৭ ১১:৪১

স্পোর্টস করেসপন্ডেন্ট

আবারও সেই ‘ব্যাটসম্যান’ মাশরাফিকে দেখলো বিপিএল। দলের সংকটকালীন মুহুর্তে মাশরাফির ব্যাটে ভর করেই শেষ সিলেট সিক্সার্সের পাহাড়সম টার্গেট টপকে গেল রংপুর রাইডার্স। আগের ম্যাচেও এই মাশরাফিই ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে জিতেছিল তার দল।

তবে গত ম্যাচে দারুণ খেলা গেইল এবার ৫ রানেই ফিরে প্রথমেই দলকে বিপদে ফেলে দিলে ম্যাককালাম আর জিয়াউর রহমান দারুণ শুরু এনে দেন। ১৮ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস আসে জিয়ার কাছ থেকে। ম্যাককালাম ৩৮ বলে ৪৩ রানের ইনিংস উপহার দিয়ে আবুল হাসানের বলে ক্যাচ হয়ে সাজঘরে ফিরে যান। এরপরেই বিশাল টার্গেটের সামনে পড়ে রংপুর। সেখান থেকে বোপারা-মাশরাফি আর নাহিদের ইনিংস দলে জয়ে বড় ভূমিকা রাখে।

এদিকে টানা ব্যর্থতার বৃত্তে আছে সিলেট সিক্সার্স। এর আগে বাবর আজম আর সাব্বিরের ব্যাটে ভর করে রংপুরকে বড় টার্গেট ছুড়ে দিয়েছিল নাসিরের দল। ২০ ওভার শেষে ৫ উইকেটে সংগ্রহ করে ১৭৩ রান। ফলে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান।

আজ ফ্লেচারের সাথে ওপেন করতে আসেন নুরুল হাসান হোসান। কিন্তু ৫ রানে ফিরে যান। ফ্লেচারও ফেরেন ২৬ রানে। তবে সিলেটের ইনিংসে বড় অবদান রাখেন সাব্বির রহমান ও বাবর আজম। দু’জনে মিলে গড়েন ৭৪ রানের জুটি।

এই জুটির প্রথমে আউট হওয়া বাবর আজম করেন ৩৭ বলে ৫৪ রান। যার মধ্যে ছিল ৪টি চার ও একটি ছয়ের মার। আর সাব্বির রহমান করেন ৩৭ বলে ৪৪ রান। যার মধ্যে ছিল ৫টি চারের মার। সিলেটের পক্ষে আর কেউ তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেনি।

রংপুরের বোলারদের নাজমুল ইসলাম একাই নিয়েছেন ৩টি উইকেট। আর মাশরাফি বিন মর্তুজা নিয়েছেন একটি উইকেট। ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন নাজমুল ইসলাম।

টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে রংপুর। আর সিলেট টানা দুই ম্যাচ হেরে পাঁচে অবস্থান করছে।

 


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর