Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমার-রবিনহোর মতো হতে চান না রদ্রিগো


২৮ জুলাই ২০১৮ ১২:৫৪ | আপডেট: ২৮ জুলাই ২০১৮ ১২:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

SANTOS, BRAZIL-Rodrygo

।। স্পোর্টস ডেস্ক ।।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন ১৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। নতুন মৌসুমে তাকে দলে নিতে ৪৫ মিলিয়ন ইউরো চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা। সান্তোসের নয় নম্বর জার্সিতে খেলা তরুণ এই ফরোয়ার্ডের লক্ষ্য এবার নিজের মতো খেলেই পরের বিশ্বকাপে অংশ নেয়া।

রিয়ালের সঙ্গে চুক্তির আগে রদ্রিগোকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, ইংলিশ ক্লাব লিভারপুল ও ফরাসি ক্লাব পিএসজি। সবশেষে গত মাসেই তাকে নিয়ে চুক্তি সেরেছে রিয়াল। এবার রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকছেন এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

তবে, এরই মধ্যে রদ্রিগোকে নিয়ে উচ্ছ্বাস ছড়িয়েছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। ১৬ বছর বয়সে ক্লাব সান্তোসের হয়ে মাঠে নামা তরুণ এই ফুটবলারকে নিয়ে অনেকেই তুলনা করেছেন রবিনহো-নেইমারদের সঙ্গে। এসবে অবশ্য খুব একটা কান দিচ্ছেন না রদ্রিগো। তরুণ এই ফরোয়ার্ড বলছেন, অন্য কারও মতো নয়, নিজের মতোই খেলে যেতে চান তিনি।

অবশ্য, রবিনহো কিংবা নেইমারের মতো খেলোয়াড়দের সঙ্গে তুলনা করা হলেও, এসব প্রসঙ্গ একেবারেই এড়িয়েই যান রদ্রিগো, ‘আমাকে এসব প্রশ্নই বেশি জিজ্ঞেস করা হয়। তবে, আমি নতুন নেইমার কিংবা রবিনহো হতে চাই না। আমি রদ্রিগো।’

১৭ বছর বয়সী এই তরুণ ফুটবলারের স্বপ্ন ছিল ইউরোপিয়ান বড় কোনও ক্লাবে খেলা। এই মৌসুমেই সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। এবার ব্রাজিল জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলে সেরা হওয়াটাই লক্ষ্য হিসেবে রাখছেন রদ্রিগো, ‘অনেক বড় লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল ইউরোপিয়ান বড় কোনও ক্লাবের হয়ে সাইন করা। সেটা হয়েছে। এখন জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছি। বিশ্বকাপে নিজেকে সেরা হিসেবে দেখাটাই এখন সবচেয়ে বড় লক্ষ্য।’

স্প্যানিশ ক্লাব রিয়ালের জার্সিতে ঠিক কবে মাঠে নামবেন, সেটা এখনো জানেন না রদ্রিগো। তবে নতুন ক্লাবের হয়ে মাঠে নেমে নিজের শতভাগ দিতেই প্রস্তুত ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড, ‘নতুন ক্লাবের হয়ে শতভাগ দেয়াটাই লক্ষ্য থাকবে। আশা করি ভালো কিছুই হবে। রিয়াল মাদ্রিদের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আমার ভাল সম্পর্ক আছে। তারা আমাকে জানিয়েছে, ভালভাবে অনুশীলন করে গেলেই সেখানে শুরুটা ভাল হবে।’

 

সারাবাংলা/এসএন

ব্রাজিল রদ্রিগো রিয়াল মাদ্রিদ সান্তোস স্প্যানিশ ক্লাব

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর