Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফি বিন মুর্তজার হাতে ট্রফি তুলে দিলেন গাজী গোলাম মর্তুজা


২৯ জুলাই ২০১৮ ১০:০৬

||স্পোর্টস করেসপন্ডেন্ট||

ঢাকা: ওয়ানডে ক্রিকেটে সিরিজ জয়ে ফিরেছে বাংলাদেশ। টাইগাররা এবার ২-১ এ  হারিয়েছে ক্যারিবীয়দের। তাতে দলের জন্য টানা ৯ বছর পর ওয়ান ডে সিরিজ জয়ের গৌরব ফিরে এসেছে। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে সিরিজের শেষ ম্যাচে ১৮ রানের জয় নিশ্চিত করে টাইগাররা।

** খরা কাটিয়ে ২-১ এ সিরিজ জয় টাইগারদের
** এখনও অনেক উন্নতির সুযোগ আছে: মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির উর্ধ্বতনরাও ছিলেন সে জয় উদযাপনে।

ম্যাচ শেষে টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে ট্রফি তুলে দেন বিসিবি’র পরিচালক গাজী গ্রুপের উপ- ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা। অপর পরিচালক হানিফ ভূঁইয়াও এসময় উপস্থিত ছিলেন।

মাশরাফি বিন মুর্তজা এসময় তার স্বাক্ষরিত একটি ক্রিকেট ব্যাট গাজী গোলাম মর্তুজাকে উপহার দেন।

বাংলাদেশ দলের জয়ের এই উদযাপনে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিতে পেরে নিজের আনন্দের কথা সারাবাংলাকে জানালেন গাজী গোলাম মর্তুজা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ক্রিকেট দলের এই জয়ে ফেরা সিরিজটি ছিলো অত্যন্ত উপভোগ্য। সিরিজের তিনটি ম্যাচই টাইগাররা ভালো খেলেছে। একটি সামান্য ব্যবধানে হারলেও অপরটি দুটিতে নিজেদের দৃঢ় অবস্থানে রেখেই জয় নিশ্চিত করেছে।

মাশরাফি বিন মুর্তজাকে তার অসাধারণ নেতৃত্ব ও সিরিজের দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে জয় নিশ্চিত করার জন্য তামিম ইকবালকে ধন্যবাদ জানান গাজী গোলাম মর্তুজা।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর