Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনও অনেক উন্নতির সুযোগ আছে: মাশরাফি


২৯ জুলাই ২০১৮ ০৯:২৮

স্পেশাল করেসপন্ডেন্ট ।।

আক্ষরিক অর্থেই এলেন, দেখলেন আর জয় করলেন। টেস্ট সিরিজ জিতে দলের আত্মবিশ্বাস যখন তলানিতে, সেখান থেকে তাদের উদ্ধার করলেন মাশরাফি বিন মুর্তজা। নিজে দারুণ বল করে নেতৃত্ব দিলেন সামনে থেকে, আর বাংলাদেশকে এনে দিলেন নয় বছর পর এশিয়ার বাইরে প্রথম সিরিজ জয়ের স্বাদ। তবে এমন একটা জয়ের পরও মাশরাফি বলছেন, আরও অনেক কিছু উন্নতির জায়গা আছে তাদের।

কাল সেন্ট কিটসে ম্যাচ শেষে মাশরাফি বলেছেন, কিছু জায়গায় এখনো উন্নতি করতে হবে,’ শেষ তিন চার মাস যদি দেখেন, এরকম কিছু আমাদের জন্য দরকার ছিল। এশিয়া কাপের আগে আমাদের জন্য এটা ভালো একটা টনিক। তবে আমি আগেও বলেছি, সিরিজ জেতা মানেই যে সব কিছু ঠিকঠাক আছে তা না। কিছু জায়গায় এখনো উন্নতির সুযোগ আছে। আরও অনেক উন্নতি করতে হবে আমাদের। ’

সিরিজ নির্ধারণী ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে মাশরাফি সন্তুষ্ট, তবে এই কাজটা করতে চান ধারাবাহিকভাব,  ‘আজকের ম্যাচে আমরা যেটা চাই, সেটা অনেক কিছুই করতে পেরেছি। তবে এই কাজটা আমাদের ধারাবাহিকভাবে করতে হবে। ব্যাটিংয়েও কিছু জায়গা আছে। সবকিছু মিলে আমি বলব, এই জয়টা আমাদের জন্য ভালো। ’

এমন উইকেটে ৩০০ রানের পরও মাশরাফি ভেবেছিলেন, হয়তো কিছু রান কম হয়ে গেল, ‘আমরা তো জানি, উইকেট ভালো। আমাদের কাছে মনে হচ্ছিল আর ২০-২৫টা রান করতে পারলে ভালো হতো। শুরুতে উইকেট দরকার ছিল। ওদের দুই ওপেনার খুবই ভালো। লুইস অবশ্য শুরুতে আউট হয়ে যাওয়ায় গেইলের ওপর চাপটা বেড়ে গিয়েছিল। তবে গেইল ভালো খেলছিল। রুবেল ব্রেক থ্রুটা দেওয়াতে আমাদের জন্য সুবিধা হয়ে যায়। ওভারল কিছু জায়গায় উন্নতি করতে হবে। ফিল্ডিং তো অবশ্যই, ব্যাটিং আর বোলিংও আছে।’

বিজ্ঞাপন

আপাতত মাশরাফি যে টনিক দিয়ে এসেছেন, টি-টোয়েন্টিতে সেটা দিয়েই পার হতে চাইবে বাংলাদেশ।

 

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর