Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌম্য-আরিফুলকে রেখেই টি-টোয়েন্টি দল


২৯ জুলাই ২০১৮ ০৯:৪১

স্টাফ করেসপন্ডেন্ট ।।

টি-টোয়েন্টি সিরিজের দলটা একরকম জানাই ছিল। ওয়ানডে সিরিজের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজে উড়ে গিয়েছিলেন সৌম্য সরকার ও আরিফুল হক। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আছেন দুজনেই।

ওয়ানডেতে যারা ছিলেন, তাদের মধ্যে দেশে ফিরে যাচ্ছেন নাজমুল হোসেন, এনামুল হক বিজয় এবং অনুমিতভাবেই ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিজয় ও শান্তকে অবশ্য টি-টোয়েন্টির জন্য আগেই বিবেচনা করা হয়নি। অন্যদিকে, মাশরাফি গত বছরই অবসর নিয়েছেন টি-টোয়েন্টি থেকে। মোস্তাফিজুর রহমান আফগানিস্তান সিরিজে বাইরে থাকার পর আবার ফিরেছেন টি-টোয়েন্টি দলে।

৩১ আগস্ট সেন্ট কিটসে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। এরপর পরের দুইটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এর আগেও ফ্লোরিডার লডারহিডে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ , নামমুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার, আবু জায়েদ, আরিফুল হক।

 

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর