সতর্ক করা হলো অশালীন আচরণ করা রুবেলকে
২৯ জুলাই ২০১৮ ১৪:৪৮
।। স্পোর্টস ডেস্ক ।।
সেন্ট কিটসে অখেলোয়াড় সুলভ আচরণের জন্য পেসার রুবেল হোসেনকে সতর্ক করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আচরণ বিধি ভাঙায় রুবেলকে তিরস্কৃত করা হয়।
ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ২৮তম ওভারে। রুবেলের করা ওই ওভারের একটি বলে বাউন্ডারি হাঁকান শিমরন হেটমেয়ার। সে সময় অশালীন আচরণ করেন রুবেল। হেটমেয়ারকে লক্ষ্য করে অনুপযুক্ত শব্দ ব্যবহার করেন রুবেল; যা স্ট্যাম্প মাইক্রোফোনে ধরা পড়ে। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আচরণবিধির লেভেল ১-এর ২.১.৪ ধারাটি লঙ্ঘন করেছেন রুবেল। তবে, অভিযোগ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।
এর আগে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও একই কারণে তিরস্কৃত হয়েছিলেন রুবেল। সেবার দ্বিতীয় ম্যাচে তার অশালীন আচরণে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছিলেন এই পেসার। এনিয়ে রুবেলের নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হলো।
আইসিসির নতুন নিয়ম অনুসারে ২৪ মাসে চারটি ডিমেরিট পয়েন্ট হলে নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন যে কোনো ক্রিকেটার। ম্যাচ শেষে অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন রুবেল। ম্যাচ রেফারি ক্রিস ব্রড জানিয়েছেন, রুবেল শাস্তি মেনে নেয়ায় এ বিষয়ে কোনো শুনানির দরকার নেই।
সারাবাংলা/এমআরপি