Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলঙ্কাকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার লিড


২৯ জুলাই ২০১৮ ১৬:৫৭

।। স্পোর্টস ডেস্ক ।।

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে লিড নিল প্রোটিয়ারা।

ডাম্বুলায় শুরুতে ব্যাট করতে নেমে ৩৬ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে ষষ্ঠ উইকেট জুটিতে কুশল পেরেরা ও থিসারা পেরেরার ৯২ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠে স্বাগতিকরা। দলীয় ১২৮ রানে থিসারা পেরেরা আউট হন ব্যক্তিগত ৪৯ রানে। এরপর একপাশ থেকে হাল ধরার চেষ্টা করেন কুশল পেরেরা। তবে, দলীয় ১৭৯ রানে ব্যক্তিগত ৮১ রানে বাঁহাতি এই ব্যাটসম্যান আউট হয়ে ফিরে যান। এরপর লঙ্কান ইনিংস আর বেশিদূর যায়নি। ৩৪.৩ ওভারে ১৯৩ রানেই থেমে যায় লঙ্কানরা।

দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি ৪টি করে উইকেট নেন। লুঙ্গি এনগিদি নেন ১টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৩১ রানে ২ উইকেট হারালেও, কুইন্টন ডি কক (৪৭), অধিনায়ক ফাফ ডু প্লেসিস (৪৭) এবং জেপি ডুমিনির অপরাজিত (৫২*) ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়েই জয় তুলে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়া সর্বোচ্চ ৩টি উইকেট নেন। সুরাঙ্গা লাকমল ও লাকসান সান্দাকান ১টি করে উইকেট নেন।

বুধবার (১ আগস্ট) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।

 

সারাবাংলা/এসএন

ওয়ানডে জেপি ডুমিনি দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্ট ২০১৮


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর