আবারো দেশের হয়ে খেলবেন কপিল
৩০ জুলাই ২০১৮ ১৯:২৮
।। স্পোর্টস ডেস্ক ।।
ভারতীয় ক্রিকেট কিংবদন্তি কপিল দেবের ক্রিকেট ছাড়ার ২৪ বছর হয়ে গেছে। আবারো ভারতের হয়ে খেলতে নামবেন সাবেক এই গ্রেট অলরাউন্ডার। তবে, ব্যাট-বল হাতে বাইশ গজে নয়, কপিল ভারতের গলফার হিসেবে খেলবেন।
চলতি বছর জাপানে অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসিফিক সিনিয়র গলফ টুর্নামেন্ট। আর এই মেগা টুর্নামেন্টে ভারতের প্রতিনিধি হয়ে অংশ নেবেন কপিল। বিশ্বকাপ জয়ী ভারতীয় এই সাবেক অধিনায়ক জানিয়েছেন, ক্রিকেট মাঠে নয়, এবার গলফের কোর্সে খেলতে নামবো। এটা আমার জন্য খুবই গর্বের বিষয় যে আবারো দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি।
কপিল আরও যোগ করেন, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ার থেকে বড় আর কিছু নেই। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রায় দুই-তিন বছর আমি গলফে প্রচুর সময় দিয়েছি। এটা খুশির খবর যে আমি গলফের কোর্সে নামার সুযোগ পেয়েছি। এই সুযোগটা স্বাভাবিকভাবেই আমার কাছে ধরা দিয়েছে। যদিও খুব বেশি সময় পাইনি আসন্ন টুর্নামেন্টে নিজেকে প্রস্তুত করার। তবে খেলাটা থেকে পুরোপুরো দূরে ছিলাম না কখনও। আমাদের ছয় সদস্যের দলে থাকবেন সাবেক শীর্ষ গলফার অমিত লুথরা আর রিশি নারাইনের মতো তারকারা। আমার বিশ্বাস আমরা দেশের জন্য ভালো কিছু অর্জন করব। আমি খুশি যে খুব স্বাভাবিকভাবেই এই খেলাটার সঙ্গে একাত্ম হতে পেরেছি।
বাইশগজে ভারতের হয়ে দুর্দান্ত কিছু রেকর্ড গড়া কপিল নিজের প্রতিভার প্রমাণ দিয়ে এবার সবুজ ঘাসের মাঠকে বেছে নিয়েছেন। গত জুলাইয়ে ভারতের নয়ডাতে অনুষ্ঠিত হওয়া অল ইন্ডিয়া সিনিয়র গলফ টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেন তিনি। সেই কারণেই এশিয়া প্যাসিফিকের ভারতীয় দলে জায়গা পেয়েছেন সাবেক এই ভারত অধিনায়ক। ক্রিকেট ব্যাটের বদলে গলফের স্টিক নিয়ে আরও একবার নিজেকে প্রমাণ করতে মরিয়া কপিল।
সারাবাংলা/এমআরপি