চ্যাম্পিয়ন কোয়ান্টাম, রানার্স আপ আরামবাগ
৩১ জুলাই ২০১৮ ১৯:৩২
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
১০ ক্লাব নিয়ে ১১ দিন ব্যাপী হ্যান্ডবল উতসব শেষ হলো। কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লিগ -২০১৮-র পর্দা নেমেছে আজ। লিগ শেষে শেষ হাসি হেসেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। রানার্স আপ হয়েছে মতিঝিলস্থ ক্লাব আরামবাগ।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় ও মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় ১১ দিন ব্যাপী (২১– ৩১ জুলাই) চলেছে এই লিগ। মঙ্গলবার (৩১ জুলাই) সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমে লিগের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহম্মেদ চপল।
এছাড়াও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনুর, সহ-সভাপতি জনাব হাসান উল্লাহ খান রানা ও মো: নুরুল ইসলাম, লিগ কামিটির চেয়ারম্যান ও ঢাকা মহানগর উপ-পুলিশ কমিশনার (ফোর্স ও ওয়েলফেয়ার) এ বি এম মাসুদ হোসেন, সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন সহ ফেডারেশন ও ক্লাবগুলোর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ. কে. এম নূরুল ফজল বুলবুল।
শেষ ম্যাচে ড্র হলেই চ্যাম্পিয়ন এমন সমীকরণকে সামনে রেখে মাঠে নামে মঙ্গলবার কোয়ান্টাম ফাউন্ডেশন। ৪০-১৫ গোলে ওল্ড আইডিয়ালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি। দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই এমন সমীকরণে মাঠে নেমেছে কাঙ্খিত জয় পায় আরামবাগ ক্রীড়া সংঘ। ৭৭-১৪ গোলে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে পরাজিত করে তারা।
নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৪৬-৩৮ গোলে প্রাইম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
আরামবাগ ক্রীড়া সংঘ এবং নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব এর ২২ পয়েন্ট হওয়ায় গোল পার্থক্যে এগিয়ে থাকায় আরামবাগ ক্রীড়া সংঘ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
লিগের সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের ছাচিং অং চাক (জার্সি নং – ৪৬)। বাংলা ক্লাব দলের শায়েখ হাসান (জার্সি নং – ০১) সেরা গোল রক্ষক হিসেবে নির্বাচিত হন।
লিগ টেবিল
নং দলের নাম খেলা জয় পরাজয় ড্র গোল পক্ষে গোল বিপক্ষে পয়েন্ট স্থান
০১ কোয়ান্টাম ফাউন্ডেশন ৯ ৮ ১ ০ ৩৩১ ২৩৩ ২৪ চ্যাম্পিয়ন
০২ আরামবাগ ক্রীড়া সংঘ ৯ ৭ ১ ১ ৪২২ ২১৬ ২২ রানার্সআপ
০৩ নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৯ ৭ ১ ১ ৩৭০ ২২৮ ২২ ৩য়
০৪ বাংলা ক্লাব ৯ ৭ ২ ০ ৩৪১ ২৩৪ ২১ ৪র্থ
০৫ ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৯ ৫ ৪ ০ ২৯৮ ২৮১ ১৫ ৫ম
০৬ প্রাইম স্পোর্টিং ক্লাব ৯ ৪ ৫ ০ ২৬৮ ২৪৪ ১২ ৬ম
০৭ সূর্যোদয় ক্রীড়া চক্র ৯ ৩ ৬ ০ ২৩৮ ২৫০ ৯ ৭ম
০৮ মেনজিস ক্রীড়া চক্র ৯ ২ ৭ ০ ২০০ ২৮০ ৬ ৮ম
০৯ ওল্ড আইডিয়ালস ৯ ১ ৮ ০ ১৮১ ৩৫৬ ৩ ৯ম
১০ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ৯ ০ ৯ ০ ১৫১ ৪৭৭ ০ ১০ম
সারাবাংলা/জেএইচ
কিউট হ্যান্ডবল প্রিমিয়ার লিগ- ২০১৮ চ্যাম্পিয়ন কোয়ান্টাম রানার্স আপ আরামবাগ