Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরুতে উইকেট হারানোকেই দায়ী করলেন অধিনায়ক


১ আগস্ট ২০১৮ ১১:২৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

প্রথম ওভারেই দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ফিরে গেছেন তামিম ইকবাল, এক বল পরেই ফিরে গেছেন সৌম্য সরকার। টি-টোয়েন্টিতে দুই ওপেনারের একই সঙ্গে গোল্ডেন ডাক মারার ঘটনা এটাই প্রথম । প্রথম ১০ ওভারের মধ্যে নেই ৫ উইকেট। প্রথম ১০ ওভারে ৯৫ রান তুলেও শেষ পর্যন্ত ১৪৩ রানেই আটকে গেছে বাংলাদেশ। হেসেখেলেই ম্যাচটা ৭ উইকেটে জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও ম্যাচ শেষে নিয়মিত উইকেটের পতনকেই দায়ী করলেন।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিব বললেন, ‘আমার মনে হয় আমরা শুরুতে উইকেট হারিয়েছি, এটা ছিল একটা সমস্যা। যে গতিটা আমাদের দরকার ছিল সেটা আমরা কখনোই পাইনি। প্রথম ১০ ওভারের মধ্যেই আমরা ৫ উইকেট হারিয়ে ফেলি। সেখান থেকে ফিরে আসা ছিল খুবই কঠিন। আমরা ১১ ওভারে ১০০ তুললেও ৫ উইকেট হারিয়ে ফেলি, ওখান থেকে আসলে ফিরে আসা কঠিন। যদি না আপনার দলে রাসেলের মতো কেউ থাকে, যে একাই ম্যাচটা চেঞ্জ করে দিতে পারে। পাওয়ারপ্লের লাস্ট ওভারে আমরা উইকেট হারিয়েছি। রিয়াদ ভাই ও মুশফিক ভাইয়ের জুটিটাও খুব গুরুত্বপূর্ণ সময়ে ভেঙেছে। এভাবে উইকেট হারানোয় আমাদের স্কোরটা বড় হয়নি।’

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গড় স্কোর ১৭৯। সাকিব বলছেন, আজও উইকেটটা তেমনই ছিল, ‘এটা আসলে ১৮০ না হোক, ১৭০ আপনাকে করতেই হবে। সেই হিসেবে রান কম হয়ে গেছে। তারপরও আমার মনে হয় আমরা খারাপ বল করিনি। তারপরও ওদের দলে যেরকম পাওয়ার হিটার, আমাদের উইকেট নিতে থাকতেই হবে। এরকম হলে উইকেটে আসলে ৯১ রান ডিফেন্ড করা কঠিন।’

বিজ্ঞাপন

৫ আগস্ট ফ্লোরিডায় পরের ম্যাচ। সাকিব আপাতত সেদিকেই তাকিয়ে আছেন, ‘ওদের বেশ কিছু ভালো টি-টোয়েন্টি ব্যাটসম্যান আছে। তাদের মুখোমুখি হওয়ার জন্য আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। পরের ম্যাচের আগে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর