Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসার জায়গাই খুঁজে পাচ্ছিলেন না ‘নার্ভাস’ মাহাদী !


২৭ ডিসেম্বর ২০১৭ ১৬:৩৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১৬:৪০

স্টাফ করেসপন্ডেন্ট 

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে আলো ছড়িয়েছিলেন বল হাতে। এর পরেই জাতীয় লিগে খুলনার হয়ে দারুণ এক সেঞ্চুরিতে নিজের ব্যাটিং সামর্থ্যও জানান দিয়েছেন। এর পরেই ডাক পেয়েছেন ত্রিদেশীয় সিরিজের জন্য ৩২ জনের ক্যাম্পে। তবে প্রথম দিনে এতোই স্নায়ুচাপে ছিলেন, বাসে কোথায় বসবেন সেটা বুঝতেই হিমশিম খেয়ে গেছেন মাহাদী হাসান।

জাতীয় দলে খেলা দূরে থাক, প্রাথমিক দলেই কখনো ডাক পাননি মাহাদী। বিপিএলের সুবাদে তামিম, ইমরুলদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করা হয়েছে। কিন্তু জাতীয় দলের অভিজ্ঞতাটা তো একটু অন্যরকমই। প্রথম দিনের অনুশীলন শেষে সেই রোমাঞ্চের শিহরণ তাঁর চোখেমুখে, ‘ এই প্রথম জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছি।  সকালের নাস্তা থেকে শুরু করে ড্রেসিংরুম শেয়ার করেছি।’

এর পরেই জানালেন মজার একটা অভিজ্ঞতা, ‘সবাই সবার সিটে বসে আছে। কিন্তু আমি আমার সিট খুঁজে পাচ্ছি না।   যেই সিটেই বসতে যাই না কেন কারো না কারো সিট থাকে।  তো তখন একটু নার্ভাস ছিলাম, কোথায় বসব।  দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ।  আমার যারা টিমমেট ছিল তারা বলছিল যে প্রথম আসলে এমনই হয়। এক দুইদিন পর ঠিক হয়ে যাবে।’

তবে মাহাদী এই ক্যাম্পেই সতীর্থ হিসেবে পাচ্ছেন বন্ধু মিরাজ-মুস্তাফিজদের। মেহেদী হাসান মিরাজও নতুন সতীর্থের জন্য শুভকামনা জানালেন, ‘মেহেদি আমার খুব ভাল বন্ধু।  আমি আর ও বয়সভিত্তিকে এক সাথে খেলেছি।  খুলনা ডিভিশন এর হয়ে জাতীয় লিগ একসাথে খেলেছি।  খুব ভাল লাগছে যে ও জাতীয় দলের ক্যাম্পে সুযোগ পেয়েছে।  আমাদের খুলনা জেলা থেকে আরেকজন মেহেদি উঠে আসছে।  ছোটবেলা থেকে আমি ওকে ভাল মত চিনি।  আর আমাকেও ভাল মত জানে। আর আশা করব ও যেন ভাল কিছু করে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর