Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত সেঞ্চুরিটা স্ত্রীকেই উৎসর্গ করলেন কোহলি


৩ আগস্ট ২০১৮ ১৫:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক।।

অনেক প্রশ্নের জবাব দেওয়ার ছিল বিরাট কোহলির। এই ইংল্যান্ডের মাটিতে চার বছর আগের সিরিজটা কেটেছিল দুঃস্বপ্নের মতো। কোহলি ইংল্যান্ডের মাটিতে পারেন না- এমন অনুসিদ্ধান্তেও চলে এসেছিলেন অনেকে। সব সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে, চার বছর পর। আর কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতেই ঘুরে দাঁড়িয়েছে ভারত। আর ইংল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরির পর সেটি গ্যালারিতে থাকা স্ত্রী আনুশকা শর্মাকেই উৎসর্গ করলেন ভারত অধিনায়ক।

বলতে গেলে একাই ইংল্যান্ডের পেস অ্যাটাকের বিরুদ্ধে লড়ে গেছেন কোহলি। একটা সময় ১৮২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। তখন মনে হচ্ছিল কোহলিকে হয়তো সেঞ্চুরি না পেয়েই ফিরতে হতে পারে। কিন্তু শেষ দুই ব্যাটসম্যাণকে নিয়ে লড়ে গেছেন একাই, ভারতকে নিয়ে গেছেন ২৭৪ রানে। ইংল্যান্ডের সঙ্গে প্রথম ইনিংসে রানের ব্যবধানও কমিয়ে এনেছেন ১৩ রানে। এর মধ্যে শেষ দুই ব্যাটসম্যান উমেশ যাদব ও ইশান্ত শর্মা মিলে করেছেন মাত্র ৬ রান।

বিজ্ঞাপন

চার বছর আগে ইংল্যান্ড সিরিজে সব ম্যাচ মিলে কোহলি করেছিলেন ১৩৪ রান, ১০ ইনিংসে। কাল এক ইনিংসেই ছাড়িয়ে গেলেন সেই রান, আদিল রশিদের বলে আউট হওয়ার আগে শেষ পর্যন্ত করেছেন ১৪৯ রান। এর মধ্যে ভাগ্যের সহায়তাও পেয়েছেন খানিকটা, দুবার তাঁর ক্যাচ ফেলে দিয়েছেন ডেভিড মালান।

৯৭ রানে থাকার সময় স্টোকসের বলে লেট কাট করে পেয়েছেন ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম তিন অঙ্ক। সেঞ্চুরি করে চুমু খেয়েছেন নিজের বিয়ের আংটিতে, এরপর উড়ন্ত চুমু ছুঁড়ে দিয়েছেন গ্যালারিতে থাকা স্ত্রী আনুশকাকে। গত বছরের ডিসেম্বরে গাটছঁড়া বেঁধেছেন কোহলি-আনুশকা, এবার বিবাহবার্ষিকীর আগেই স্ত্রীকে দিলেন দারুণ একটা উপহার।

সারাবাংলা/ এএম

ইংল্যান্ড কোহলি টেস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর