আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচ হলেন স্কালোনি
৩ আগস্ট ২০১৮ ১৮:৪৫
।। স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপে কম সমালোচনার মুখে পড়েননি আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি। যে কারণে দায়িত্ব হারাতে হয়েছিল তাকে। সাম্পাওলির পর এবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পেলেন লিওনেল স্কালোনি। বৃহস্পতিবার (২ আগস্ট) এ ঘোষণা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আলবিসেলেস্তেদের স্থায়ী কোচ না আসা পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন লিওনেল স্কালোনি। তার সঙ্গে সহকারী কোচের দায়িত্ব পেলেন পাবলো আইমার।
আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্বে ছিলেন স্কালোনি। রাশিয়া বিশ্বকাপে সাম্পাওলির সঙ্গে সহকারী কোচ হিসেবে ছিলেন। তার ওপর আস্থা আছে এএফএ’র। আর গত বছর আর্জেন্টিনার অনুর্ধ্ব-১৭ ফুটবল দলের দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন সাবেক মিডফিল্ডার পাবলো আইমার।
এএফএ জানিয়েছে, ‘নির্বাহী কমিটির আলোচনা শেষে লিওনেল স্কালোনিকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে থাকবে পাবলো আইমার ও মার্টিন টোকালি।’
তবে পূর্ণকালীন কোচ কবে ঘোষণা করা হবে, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত দেয়নি এএফএ।
রাশিয়া বিশ্বকাপ চলাকালীন সময়ে সাম্পাওলিকে নিয়ে সমালোচনা উঠতেই আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা বলেছিলেন, ফ্রি’তেই আর্জেন্টিনার কোচের দায়িত্ব নিতে চান তিনি। তবে এ নিয়ে কোনো আগ্রহই দেখায়নি এএফএ।
আগামী ৭ সেপ্টেম্বরে লস এঞ্জেলসে গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।
সারাবাংলা/এসএন