Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টাইন রোহোকে চাইছে পিএসজি


৪ আগস্ট ২০১৮ ১৬:৩২

।। স্পোর্টস ডেস্ক ।।

আর্জেন্টিনার জাতীয় দলে খেলা তারকা ডিফেন্ডার মার্কোস রোহোর দিকে হাত বাড়িয়েছে নেইমার-কাভানি-এমবাপেদের ফরাসি ক্লাব পিএসজি। এর আগে ইংলিশ ক্লাব এভারটন আগ্রহ দেখিয়েছিল রোহোকে নিয়ে। পিএসজি এরই মধ্যে রোহোকে পেতে ২০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব করেছে।

২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান রোহো। ইংলিশ প্রিমিয়ারে খেলা এই তারকা ডিফেন্ডার ক্লাবের জার্সিতে খেলেছেন ১০৭ ম্যাচ। ক্লাব ক্যারিয়ারে ২৮ বছর বয়সী রোহো খেলেছেন ২৩৮ ম্যাচ। ডিফেন্ডার হলেও গোল করেছেন ১৩টি।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রোহো এই বিশ্বকাপেও ছিলেন দুর্দান্ত। সেন্ট পিটার্সবার্গে বাঁচা-মরার ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। দলকে শেষ ষোলোতে তুলতে মেসির পাশাপাশি বাকি গোলটি করেন রোহো। ম্যাচের ৮৬তম মিনিটের ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার রোহোর দুর্দান্ত গোলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

দশ বছর বয়সে জুনিয়র ফুটবল ক্যারিয়ার শুরু করা রোহো আর্জেন্টাইন ক্লাব ডি লা প্লাটার হয়ে ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেছেন। ২০০৮ সালে ১৮ বছর বয়সে এস্টুডিয়ান্ট এলপি ক্লাবে যোগ দেয়ার মাধ্যমে সিনিয়র ক্যারিয়ার শুরু হয়। এ ক্লাবের হয়ে ৫৩টি ম্যাচ খেলেন। এরপর রাশিয়ান ক্লাব স্পার্টাক মস্কোর হয়ে খেলেছেন ১৭টি ম্যাচ। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির হয়ে দুই মৌসুমে খেলেছেন ৬১ ম্যাচ। ২০১৪ সালে ১৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে পর্তুগিজ ক্লাবটি ছেড়ে যোগ দেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর