Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষে কোহলি-অ্যান্ডারসন-সাকিব


৫ আগস্ট ২০১৮ ১৪:৫৫

।। স্পোর্টস ডেস্ক ।।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সফরকারী ভারতের বিপক্ষে এজবাস্টনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১০০০তম ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচে ইংলিশরা জিতেছে ৩১ রানের ব্যবধানে। এর আগে এই মাঠে ১৬ টেস্ট খেলেও জিততে পারেনি এশিয়ার কোনো দল। খুব কাছে গিয়েও এশিয়ার প্রথম দল হিসেবে এজবাস্টনে টেস্ট জয়ের স্বাদ নেওয়া হলো না ভারতের।

বিজ্ঞাপন

এই ম্যাচের পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি খেলোয়াড়দের টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে। তাতে ব্যাটিং ক্যাটাগরিতে শীর্ষে উঠেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ১৪৯ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এটা টেস্ট ক্যারিয়ারে তার ২২তম সেঞ্চুরি। ২০১৪ সালের সফরে ৫ ম্যাচের ১০ ইনিংসে কোহলি যেখানে করেছিলেন সবমিলিয়ে ১৩৪ রান, সেখানে এবারের সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই খেলেছেন ১৪৯ রানের ইনিংস। টেস্ট সিরিজের প্রথম ইনিংসেই ব্যাট হাতে জবাবটা ভালো করেই দিয়েছেন কোহলি।

নিজের ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২২তম টেস্ট সেঞ্চুরি পেতে ১১৪টি ম্যাচ লেগেছিল ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। এক ম্যাচ কম খেলে ২২তম সেঞ্চুরি তুলে নিয়ে টেন্ডুলকারকে পেছনে ফেলেন কোহলি। সবচেয়ে কম ম্যাচে ২২তম সেঞ্চুরি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান। ৫৮ ম্যাচে ২২তম সেঞ্চুরির স্বাদ নেন ব্র্যাডম্যান। দ্বিতীয় ইনিংসেও করেছেন ৫১ রান।

দুই ইনিংসে ২০০ রান করা কোহলি টপকে গেছেন শীর্ষস্থান দখল করা অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে। স্মিথ ৯২৯ রেটিং নিয়ে এখন দুইয়ে। কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হয়ে স্মিথ এখন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। কোহলি দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে নামের পাশে যোগ করেছেন ৯৩৪ রেটিং। শীর্ষে ওঠা কোহলির এটা ক্যারিয়ার সেরা র‌্যাংকিং।

বিজ্ঞাপন

কোহলি-স্মিথের জায়গা বদল হলেও শীর্ষ দশে থাকা বাকিদের কোনো পরিবর্তন আসেনি। তিন থেকে দশে আছেন যথাক্রমে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, চারে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, পাঁচে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ছয়ে ভারতের চেতশ্বর পূজারা, সাতে শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে, আটে শ্রীলঙ্কার দিনেশ চান্দিমাল, নয়ে দক্ষিণ আফ্রিকার ডীন এলগার এবং দশে দক্ষিণ আফ্রিকার আইডেন মার্কারাম।

বোলিং ক্যাটাগরিতে এক থেকে দশে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষ দশে আছেন যথাক্রমে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার কেগিসো রাবাদা, ভারতের রবীন্দ্র জাদেজা, চারে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার, পাঁচে ভারতের রবীচন্দ্রন অশ্বিন, ছয়ে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, সাতে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, আটে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ, নয়ে নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার আর দশে অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড।

এদিকে, অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষেই আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দুই থেকে পাঁচে আছেন যথাক্রমে ভারতের স্পিনার জাদেজা, তিনে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার, চারে ভারতের আরেক স্পিনার অশ্বিন আর পাঁচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডার।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর