Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লোরিডা দর্শকদের ‘দ্বাদশ খেলোয়াড়’ বললেন সাকিব


৬ আগস্ট ২০১৮ ১০:৫০

স্পেশাল করেসপন্ডেন্ট।।

ফ্লোরিডার দর্শকদের জন্য এ ছিল এক বড় পাওয়া। শুধু ফ্লোরিডা নয়, যুক্তরাষ্ট্র প্রবাসী ক্রিকেটপ্রেমী হাজারো মানুষের জন্যও। লম্বা গাড়ি ভ্রমণ করে অনেকে এসেছেন সুদূর থেকে, দুই দিন ধরে নেচেগেয়ে উৎসাহ দিয়ে গেছেন দলকে। হাজার চারেক বাংলাদেশী মাতিয়ে রেখেছিলেন পুরো স্টেডিয়াম। এমন একটা জয়ের পর সাকিব বলছেন, দর্শকেরাই ছিল তাদের দ্বাদশ খেলোয়াড়।

আগের দিনই সাকিব এসে বলে গিয়েছিলেন, কখনোই মনে হয়নি তারা ঘরের বাইরে খেলছেন। আজও সাকিব সে কথাই মনে করিয়ে দিলেন। বললেন, দর্শকদের দ্বাদশ খেলোয়াড় হিসেবেই মনে হয়েছে তাঁর। এমন একটা জয়ের পর সুখস্মৃতিটাও অন্যরকম হওয়ার কথা সাকিবের। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন, তার চেয়েও বড় কথা, অধিনায়ক হিসেবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন।

সাকিব কৃতিত্ব দিলেন পুরো দলকে, ‘অবিশ্বাস্য খেলেছে ছেলেরা। প্রথম ম্যাচ হারার পর অনেক বেশি ঘুরে দাঁড়ানোর মানসিকতার পরিচয় দিয়েছে। সবাই ভেবেছে, আমরা খেলায় ফিরতে পারি। আমরা বিশ্বচ্যাম্পিয়নদের মুখমুখি হয়েছিলাম, কিন্তু ওদের ছেড়ে কথা বলিনি’। নিজেকেও নিয়েও কথা বললেন, ‘আমার মনে হয় আমি পুরো সিরিজেই ভালো ব্যাট করেছি। যেটা আমাকে ভালো বল করতে ও অধিনায়কত্ব করতে সাহায্য করেছে। এমনকি যারা খেলেনি তারাও দলের সঙ্গে একাত্ম হয়ে ছিল। সবাই নিজের সাধ্যমত চেষ্টা করেছে। আমি ওদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না।’

এই জয়ের প্রেরণা নিয়ে টেস্টেও ভালো করতে চান সাকিব, ‘২০১৫ সাল থেকে আমরা ওয়ানডেতে ভালো করছি। তবে টি-টোয়েন্টিতে আমাদের রেকর্ড ভালো নয়। এই সিরিজের পর আমরা আত্মবিশ্বাসী, এই ফরম্যাটেও ভালো করতে পারি। আর দেশে আমরা টেস্টে এর মধ্যেই ভালো করেছি, এখন এই আত্মবিশ্বাস আমাদের দেশের বাইরে নিয়ে ভালো করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

ফ্লোরিডা বাংলাদেশ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর