।। স্পোর্টস ডেস্ক ।।
সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে পরিচিত পাওলো মালদিনি তার ২৪ বছরের ফুটবল ক্যারিয়ারের পুরো সময়ই কাটিয়েছেন এসি মিলানে। ৫০ বছর বয়সী এই কিংবদন্তি আবারো ফিরলেন ইতালিয়ান জায়ান্ট ক্লাব এসি মিলানে। এবার তার কাঁধে ডেভলপম্যান্ট ডিরেক্টরের দায়িত্ব চাপিয়েছে ক্লাবটির ম্যানেজমেন্ট।
মাত্র ১০ বছর বয়সে ইতালির সাবেক এই তারকা যোগ দিয়েছিলেন এসি মিলানের ইয়ুথ ক্লাবে। ১৯৮৫ সালে তিনি যোগ দেন মূল দলে। ২০০৯ সালে মিলান ছেড়ে ফুটবলকে বিদায় জানান। ২৪ বছরের ফুটবল ক্যারিয়ারে মালদিনি এসি মিলানের হয়ে সাতটি সিরি আ শিরোপা, একবার ইতালীয় কাপ, পাঁচবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ, চারবার উয়েফা সুপার কাপ ও একবার ক্লাব বিশ্বকাপ জিতেছেন।
মালদিনি ইতালি জাতীয় দলের হয়ে চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন। ১৯৯৪ সালের বিশ্বকাপে ইতালিকে ফাইনালে নিয়ে যেতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তার নেতৃত্বে ইতালি ২০০০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হয়। দীর্ঘ সময় ধরে ইতালি ও এসি মিলানের অধিনায়ক থাকার ফলে তার ছদ্মনাম ছিল ‘ইল ক্যাপিতানো’। ১৯৮৬ সালে মালদিনি ইতালির অনূর্ধ্ব-২১ দলে সুযোগ পান। ঐ সময় ইতালির অনূর্ধ্ব-২১ দলের কোচ ছিলেন তার বাবা সিজার মালদিনি।
জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৬ ম্যাচ। আর মিলানের জার্সিতে খেলেছেন ৯০২ ম্যাচ, যা এখনও সর্বোচ্চ ম্যাচের তালিকায় শীর্ষে। এর মধ্যে সিরি আতে খেলেছেন ৬৪৭ ম্যাচ। মিলানের ক্লাবটির প্রধান নির্বাহী পাওলো স্কারোনি জানিয়েছেন, খুব অল্প কয়েকটা শব্দে মালদিনির পরিচয় দেওয়া সম্ভব। এসি মিলানের জন্য তিনি যা করেছেন সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। দলকে শক্তিশালী করে গড়ে তুলতে আমরা তাকে নতুন দায়িত্ব দিয়েছি। দীর্ঘমেয়াদী সাফল্য পেতে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন।
গত ছয় মৌসুমে এসি মিলান শীর্ষ ছয়ে থেকে লিগের আসর শেষ করেছে। নতুন মৌসুমে দলকে আরও শক্তিশালী করতে নাপোলি, রিয়াল মাদ্রিদ আর জুভেন্টাসে খেলা আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনকে দলে ভিড়িয়েছে এসি মিলান।
সারাবাংলা/এমআরপি