গত ১০ মৌসুমের নিয়তি বদলাবে ইংলিশ লিগে?
৮ আগস্ট ২০১৮ ১৭:২৪
।। স্পোর্টস ডেস্ক ।।
চেলসিকে হারিয়ে কমিউনিটি শিল্ড শিরোপা জিতেছে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটি। আসন্ন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার বিশ্বাস দলের কোচ পেপ গার্দিওলা আর তার শিষ্যদের। কিন্তু লিগের প্রধান নির্বাহী রিচার্ড শুদামোর জানালেন, নতুন মৌসুমে অন্য কোনো ক্লাবের হাতে শিরোপা দেখতে চান তিনি।
প্রিমিয়ার লিগের শিরোপা জেতার পর নতুন মৌসুম শুরুর আগেই একটি শিরোপা ঘরে তুলেছে পেপ গার্দিওলার শিষ্যরা। এফএ কমিউনিটি শিল্ড শিরোপা জয়ের ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসির বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে দুটি গোলই করেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। প্রথম ফুটবলার হিসেবে ম্যানচেস্টার সিটির হয়ে দুইশতম গোলের মাইলফলক ছুঁয়েছেন আগুয়েরো। এর আগে সমান চারবার করে শিরোপাটি জিতেছিল দল দুটি। এবার চেলসিকে টপকে গেল সিটি। ১৯৩৭, ১৯৬৮, ১৯৭২ ও ২০১২ সালে আগের চারবার চ্যাম্পিয়ন হয়েছিল সিটিজেনরা।
টানা দ্বিতীয়বার লিগের শিরোপা জিততে চাইছে সিটি, তাতে ষষ্ঠবারের মতো এই শিরোপা জিতবে ইতিহাদ স্টেডিয়ামের দলটি। ২০০৯ সাল থেকে গত ১০ মৌসুমে টানা দ্বিতীয় লিগ শিরোপা জেতার রেকর্ড নেই কোনো ক্লাবের। ২০০৬-০৭, ২০০৭-০৮ এবং ২০০৮-০৯ মৌসুমে টানা তৃতীয়বার শিরোপা জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে, রিচার্ড জানালেন, আমি চাই না এবারের শিরোপাও সিটিজেনরা জিতুক। আমি তাদের বিরুদ্ধে নই। কিন্তু, গত ১০ মৌসুমে যেটা হয়নি, সেটা চাই না। আমি চাই গতবারের মতোই দুর্দান্ত খেলুক ম্যানচেস্টারের খেলোয়াড়রা।
তিনি আরও জানান, আসন্ন লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে নামবে সিটি। আমি চাই ভিন্ন কোনো দল লিগ শিরোপা জিতুক। কিন্তু আমরা জানি না কার হাতে উঠবে এই শিরোপা। শিরোপার লড়াইয়ে সিটি এগিয়ে থাকবে, তারা যেকোনো দলকেই হারাতে সক্ষম। কিন্তু চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম দারুণ দল। তারাও শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকবে। গত ১০ মৌসুমের লিগ যে পথে গিয়েছে তেমনটাই দেখতে চাই।
গত মৌসুমে লিগের ৩৮ ম্যাচ খেলে সর্বোচ্চ ১০০ পয়েন্ট অর্জন করে রেকর্ড গড়েছিল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর কোনো ইংলিশ দল কখনো ১০০ পয়েন্ট অর্জন করতে পারেনি। তাতে ৩২ ম্যাচ জিতেছিল সিটিজেনরা, হেরেছিল দুটি ম্যাচ আর ড্র করেছিল চারটি ম্যাচ। প্রতিপক্ষের জালে সর্বোচ্চ ৭৯টি গোল করেছিল। সমান সংখ্যক ম্যাচ খেলে রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেড অর্জন করেছিল ৮১ পয়েন্ট। তিনে থেকে মৌসুম শেষ করা টটেনহ্যাম পেয়েছিল ৭৭ পয়েন্ট। চারে থাকা লিভারপুল ৭৫ আর পাঁচে থাকা চেলসি ৭০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে।
রোল অব অনার:
২০০৮-০৯: ম্যানচেস্টার ইউনাইটেড (৯০ পয়েন্ট)
২০০৯-১০: চেলসি (৮৬ পয়েন্ট)
২০১০-১১: ম্যানচেস্টার ইউনাইটেড (৮০ পয়েন্ট)
২০১১-১২: ম্যানচেস্টার সিটি (৮৯ পয়েন্ট)
২০১২-১৩: ম্যানচেস্টার ইউনাইটেড (৮৯ পয়েন্ট)
২০১৩-১৪: ম্যানচেস্টার সিটি (৮৬ পয়েন্ট)
২০১৪-১৫: চেলসি (৮৭ পয়েন্ট)
২০১৫-১৬: লিচেস্টার সিটি (৮১ পয়েন্ট)
২০১৬-১৭: চেলসি (৯৩ পয়েন্ট)
২০১৭-১৮: ম্যানচেস্টার সিটি (১০০ পয়েন্ট)
সারাবাংলা/এমআরপি