Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোনো খেলোয়াড় না কিনে রেকর্ড টটেনহামের


১০ আগস্ট ২০১৮ ১৬:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পোর্টস ডেস্ক।। 

ইংলিশ প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে সবচেয়ে বড় বিস্ময়টা কী? সবচেয়ে দামি খেলোয়াড় একজন গোলরক্ষক, কেপাকে নিয়ে আসতে বিশ্বরেকর্ডই গড়েছে চেলসি। তবে তার চেয়েও বড় বিস্ময়, প্রিমিয়ার লিগের ইতিহাসে দলবদলের এই পদ্ধতি চালুর পর এই প্রথম কোনো ক্লাব কোনো খেলোয়াড় কেনা দূরে থাক, ধারেও নেয়নি। এখন পর্যন্ত টটেনহাম যে একজন খেলোয়াড়কেও দলে নেয়নি।

২০০৩ সালে প্রিমিয়ার লিগের দলবদলের এই পদ্ধতি চালু হয়। এরপর ১৪ বছর প্রতিটি ক্লাব অন্তত একজন করে খেলোয়াড়কে দলে নিয়েছে। কিন্তু এই মৌসুমের শুরু থেকেই আশ্চর্যরকম নীরব টটেনহাম, এখন পর্যন্ত একজন খেলোয়াড়কেও দলে নেয়নি। শেষ দিকে এসে জ্যাক গ্রেলিশ বা পিএসজি থেকে লেফট কুরুজাওয়াকে নেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত কোনোটাই নেয়নি। শুধু প্রিমিয়ার লিগ, ইউরোপের শীর্ষ পাঁচ লিগেও আর কোনো ক্লাব একজন খেলোয়াড়কেও দলে না নিয়ে বসে থাকেনি। এমনকি ইংল্যান্ডের চতুর্থ বিভাগ পর্যন্তও সব ক্লাব অন্তত কাউকে না কাউকে কিনেছে বা দলে নিয়েছে।

বিজ্ঞাপন

টটেনহাম কোচ মরিসিও পচেত্তিনো অবশ্য কাউকে না কিনতে পেরে অসন্তুষত ন। কেউ না এলেও টটেনহাম থেকে সেভাবে কেউ যায়ওনি। শুধু মূল একাদশে জায়গা না পোয়া দুজনকে ধারে পাঠিয়েছে। কিছুদিনের মধ্যেই নতুন চুক্তি করতে যাচ্ছেন কেইন, এরিকসেনরা। পচেত্তিনো আশাবাদী, গত মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবেন।

সারাবাংলা/ এএম

দলবদল প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর