Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এতিম শিশুদের পাশে দাঁড়ালেন রশিদ খান


১১ আগস্ট ২০১৮ ১৬:২০

।। স্পোর্টস ডেস্ক ।।

মাত্র ১৯ বছর বয়সেই নিজেকে বিশ্বসেরা স্পিনার হিসেবে প্রতিষ্ঠিত করা আফগানিস্তানের তারকা রশিদ খান মহতী কাজ করতে যাচ্ছেন। দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। দেশবাসীর সেবা করতে চান আর্থিকভাবে। আর মহতী এই উদ্দেশ্যে প্রথমেই তিনি হাত বাড়ালেন দেশের এতিম শিশুদের দিকে।

যুদ্ধবিধ্বস্ত দেশটির এতিমদের সাহায্য করতে রশিদ খান একটি দাতব্য সংস্থা খুলতে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন ‘রশিদ খান চ্যারিটি অর্গানাইজেশন।’

প্রতিষ্ঠানটির প্রাথমিক লক্ষ্য দেশের অন্তত ৫০০ এতিম শিশুকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করা। শিক্ষা লাভে সহযোগিতা করার পাশাপাশি এতিমদের জন্য বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্য সেবাও দেবে রশিদ খানের প্রতিষ্ঠানটি।

১৯ বছর বয়সী তরুণ এই স্পিনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দাতব্য প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘সম্মানিত আফগান জনগণ, আপনাদের দোয়া ও শুভকামনায় আমি আমার প্রিয় দেশ এবং এই দেশের মানুষদের জন্য আরেকটি ভালো পদক্ষেপ গ্রহণ করেছি। রশিদ খান চ্যারিটি অর্গানাইজেশন নামে একটি দাতব্য প্রতিষ্ঠান খুলেছি।’

মাত্র ৪৪ ওয়ানডে ম্যাচে দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড অর্জন করা আফগান এই লেগস্পিনার মনে করেন, দেশের মানুষের দোয়া এবং শুভকামনার কারণেই ক্রিকেটে সফল হতে পেরেছেন তিনি। তাই এখন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর সময় এসেছে। গণমাধ্যমে তিনি আরও জানান, ‘আমি রশিদ খান ফাউন্ডেশনের কাজ শুরু করেছি এতিম, দরিদ্র ও অসহায়দের সাহায্য করতে। এখন প্রতিদান দেওয়ার সময়, তবে অবশ্যই আপনাদের দোয়া ও সহযোগিতা দরকার।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর