Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাসা সূচি, তাই দল বাড়ছে না বিপিএলে


১৩ আগস্ট ২০১৮ ১৯:১৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

নতুন বছরের শুরু থেকেই ঠাসা সূচি সাকিবদের। সেটা এমনই যে, দুইটি সিরিজের মধ্যে বিরতিও নেই খুব একটা। এই বছরের অক্টোবরে যে বিপিএল শুরু হওয়ার কথা ছিল, সেটা এখন পিছিয়ে চলে গেছে সামনের বছরের জানুয়ারিতে। জাতীয় নির্বাচনের জন্য ৫ জানুয়ারি থেকে বিপিএল শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর এক সপ্তাহ পরেই সাকিবদের উড়ে যেতে হবে নিউজিল্যান্ড সফরের জন্য।

বিপিএল তাই ওই সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। সেটা চিন্তা করেই এবার আর দলের সংখ্যা বাড়ানো হচ্ছে না, এমনটাই জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

গতবার আর্থিক নিয়ম ভঙ্গ করার কারণে এবং বেশ কিছু শর্ত পূরণ করতে না পারায় বরিশাল বুলস অংশ নেওয়ার অধিকার হারায় বিপিএল থেকে। এবারও তাদের আসার সম্ভাবনা নেই। বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে প্রাথমিক বৈঠকেও ছিলেন না বরিশালের কেউ। নিউজিল্যান্ড সূচি আর জাতীয় নির্বাচন এমন একটা সময় পড়েছে, যখন বিপিএলের সময় আগে পরে করারও সুযোগ নেই বিসিবির। সেক্ষেত্রে আট দল করলে টুর্নামেন্টের সময়সীমা বেড়ে যেত। সেটাও সম্ভব নয় এই মুহূর্তে। নতুন কোনো দল আসার সম্ভাবনা তাই নাকচই করে দিচ্ছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস, ‘বরিশাল বুলস এবার মনে হয় না থাকবে। আগের বছরের ৭টা দলই থাকবে। কারণ সময় খুব কম। একটা দল বাড়ালে ম্যাচ অনেকগুলো বেড়ে যাবে।’

নিউজিল্যান্ড সিরিজের কথাও মাথায় আছে জালাল ইউনুসের, ‘আগামী বিপিএল শেষ হতে না হতেই ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে টিম চলে যাবে। আপনারা জানেন নতুন একটি দল বাড়ালে টুর্নামেন্ট লম্বা হবে। সুতরাং সম্ভাবনা নেই।’

বিজ্ঞাপন

২০১২ ও ২০১৬ সালের বিপিএলে শুধু ছয়টি দল ছিল, অন্য তিনবারই সাতটি করে দল অংশ নিয়েছে। এবারও থাকছে সাতটি দল।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর