Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনাকে হটিয়ে ফের শীর্ষে কুমিল্লা


২৮ নভেম্বর ২০১৭ ১৫:২৬

সারাবাংলা প্রতিবেদক

যা করার তা আগেই করে রেখেছিলেন দলের বোলাররা। খুলনার ছুড়ে দেয়া ১১২ রানের পুচকে টার্গেট হেসেখেলেই জিতে নিল তামিমরা। একইসঙ্গে আগের ম্যাচে রংপুরের কাছে হেরে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে দাঁড়াতেই পারলো না মাহমুদুল্লাহর দল।

 

৩৭ বল বাকী রেখে ৯ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে কুমিল্লা। সঙ্গে খুলনাকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তামিমের দল।

 

ছোট টার্গেট তাড়া করতে নেমে তামিম ইকবাল নিজ শহরে আবার জ্বলে উঠলেন। ৪২ বলে একাই করেছেন ৬২ রান। তার সঙ্গে লিটনের ২১ আর ইমরুলে অপরাজিত ২২ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।

 

প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ক্রিজে আসে খুলনা। ৮ রানের মাথায় টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে মাহমুদুল্লাহরা। এমতাবস্থায় ব্যাটিংয়ে আসেন অধিনায়ক। বিপর্যয় থেকে খুলনাকে ‍তুলে ধরবার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি।

 

সাইফুদ্দিনের বলে আউট হয়ে সাজঘরে ১৪ রানের মাথায় সাজঘরে ফিরলে আরও বিপদে পড়ে খুলনা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে কোণঠাসা দলকে কিছুটা আশার আলো দেখিয়েছে আরিফুলের ইনিংস। ২৪ বলে ২৪ রানের দৃঢ় ব্যাটিং উইকেট পতনের ধারা একটু থামিয়ে দেয়। পরে কাইল অ্যাবট ও শফিউলের ১৬ রানের বদৌলতে ১০০ পেরিয়ে যায় টাইটানসরা।

 

পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের স্পিন ঘূর্ণিতে এলোমেলো হয়ে অল্প রানের পুঁজি করে অলআউট হয়েছে বিপিএলের এই আসরে টানা চার ম্যাচ জয়ী খুলনা টাইটানস। ধারাবাহিক উইকেট হারিয়ে ৪ বল বাকী থাকতেই ১১১ রানেই ইনিংস শেষ করতে হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মাহমুদুল্লাহর দল।

 

৪ বল বাকী থাকতে অবশ্য ১১১ রানেই গুটিয়ে যায় খুলনা। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন কুমিল্লার শোয়েব মালিক। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। অন্যদিকে আল-আমিন ২০ রান দিয়ে নিয়েছেন সমান উইকেট।

 


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর