Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমজ কন্যার ‘রাণী হামিদ’ হওয়ার স্বপ্ন


১৩ আগস্ট ২০১৮ ২৩:৩৪ | আপডেট: ১৪ আগস্ট ২০১৮ ১৪:০২

।। জাহিদ-ই-হাসান, স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ চলছে। টেবিলে দাবার গুটির চাল নিয়ে মহাব্যস্ত অংশগ্রহণকারীরা। চিন্তায় মগ্ন নারী দাবাড়ুরা। তারমধ্যেই কয়েক জায়গায় চোখ থমকে গেল। বিস্ময় জন্মালো। দেশের জাতীয় শীর্ষ দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছে দশোধিক খুদে দাবাড়ু!

তাদের সঙ্গে নিমগ্ন দেশের ফিদে মাস্টাররা। কক্ষের একেবারে কোণে দেশের আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ। তিনিও দু’হাতের উপর গালের ভার দিয়ে পূর্ণ মনযোগ দিয়েছেন খেলায়।

দরজায় ঢুকতে একটা জায়গায় চোখ পড়ে গেলো। একই রকম দুই মেয়ে বুদ্ধির খেলা দাবায় নিমগ্ন। বয়স ৭ কী ৮। পড়ে জানা গেল তারা জমজ বোন। অনুরিমা আর অনুরিতা। দ্বিতীয় শ্রেণীর এই জমজ কণ্যা অংশ নিয়েছেন জাতীয় দাবা প্রতিযোগিতায়।

পাশে তাদের বাবা সত্যব্রত চৌধুরী দাঁড়িয়ে। মেয়েদের আগ্রহকে অগ্রাধিকার দিয়েই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন। মোহাম্মদপুরের এসএফএক্স গ্রীন হেরাল্ড আন্তর্জাতিক স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ছে এই জমজ কন্যা। নিজ স্কুল চ্যাম্পিয়ন ও রানার আপ অনুরিমা ও অনুরিতা। তাদের দাবার হাতে খরিও বাবাই।

সন্তানের স্বপ্ন নিয়ে জানালেন সারাবাংলাকে, ‘ওদের আগ্রহ আছে। এই বয়সে অনেকেই মোবাইলে নিজেদের সময় নষ্ট করে। সেই হিসেবে ওরা অনেক ভালো কাজ করছে। শিশু একাডেমি থেকে তারা দাবার উপর একবছরের একটা কোর্স করেছে গতবছর। ওদের আগ্রহ থেকেই এখানে আসা। দেশের মেয়েরা বিভিন্ন জায়গা ভালো করছে। ক্রিকেট-ফুটবলে ভালো করছে। আমার মেয়েদের ইচ্ছে বা আগ্রহ থাকলে তাদের রাণী হামিদের মতো তৈরি করতে চাই।’

শুধু জমজ কন্যাই নয় পরিবারটাই দাবা পরিবার বলতে পারেন। তাদের মা ও বাকী দুই বোনও দাবা খেলেন। বাসায় নিজেদের মধ্যেই লড়াই করেন। যদিও দুই জমজ কন্যা দেশের পরবর্তী ‘রাণী হামিদ’ হতে চান। এর আগে অনুরিমা গতবারের দাবা টুর্নামেন্টে তাদের আদর্শ আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদের সঙ্গে উদ্বোধনী ম্যাচ খেলেছে। মিষ্টি হেসে ‍মুখ লুকিয়ে সেই কথাগুলোই বলছিল এই খুদে দাবাড়ুরা।

বিজ্ঞাপন

তবে, দাবার পাশাপাশি তারা একজন প্রকৌশলী আরেকজন ডাক্তার হতে চায় এই কণ্যাযুগল।

এদিকে ওয়াল্টন ৩৮তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ৩ জন খেলোয়াড় পাঁচ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ও অগ্রণী ব্যাংক দাবা দলের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা।

সাড়ে চার পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন নরসিংদীর নোশিন আঞ্জুম ও বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার।

চার পয়েন্ট করে নিয়ে ৮ জন খেলোয়াড় তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ মহিলা ফিদে মাস্টার আফরোজা খানম বাবলী, ফারজানা হোসেন এ্যানি, নারায়ণগঞ্জের মোছাম্মৎ ঝর্না বেগম, বরিশালের আফরীন জাহান মুনিয়া, জান্নাতুল ফেরদৌস, কাজী জারিন তাসনিম, ঠাকুর জানিয়া হক ও রাজশাহীর জান্নাতুল ফেরদৌসী। আজ (সোমবার) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

ষষ্ঠ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ মহিলা ফিদে মাস্টার ইভাকে, মহিলা ফিদে মাস্টার জাকিয়া মুনিয়াকে, এ্যানি ইশরাত জাহান দিবাকে, ঝর্না সাদিয়া আফরীন সামিয়াকে, জান্নাতুল ফেরদৌস নুশরাত জাহান মনিকে, জারিন রিক্তা সরকারকে ও জানিয়া কামরুন নাহারকে পরাজিত করেন। নোশিন প্রতিভার সাথে, জান্নাতুল ফেরদৌসী মহিলা ফিদে মাস্টার বাবলীর সাথে ও নাজমিন আক্তার কিশোয়ারা সাজরীন ইভানার সাথে ড্র করেন। আজ (মঙ্গলবার) বেলা ৩-০০ (তিন) টা হতে সপ্তম রাউন্ডে খেলা শুরু হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর