Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডানহাতি-বাঁহাতি নয়, কোয়ালিটি গুরুত্বপূর্ণ’


১৪ আগস্ট ২০১৮ ১৭:৫৫

স্পেশাল করেসপন্ডেন্ট।। 

ঢাকাঃ অনেক দিন ধরেই সমস্যাটার তল পাচ্ছে না বাংলাদেশ দল। তামিম ইকবালের একজন যোগ্য ওপেনিং সঙ্গী হন্যে হয়ে খুঁজছে বাংলাদেশ। একটা সময় ইমরুল কায়েস থিতু হয়েছিলেন, পরে আশা জাগিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু দুজনের কেউই আর দলে থিতু নন, এনামুল হক বিজয়ও পারেননি সুযোগটা কাজে লাগাতে। লিটন দাস অবশ্য টি-টোয়েন্টিতে একটু আশা দেখাচ্ছেন। তারপরও এশিয়া কাপের জন্য তামিমের সঙ্গী কে হবে, সেটা বড় একটা মাথাব্যথাই। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান মনে করছেন, তামিমের সঙ্গে জুটি বাঁধার জন্য ডানহাতি-বাঁহাতি কোনো বিবেচ্য নয়।

বিজ্ঞাপন

 

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে সুযোগ পেয়েও বিজয় কিছু করতে পারেননি। এমনিতে টপ অর্ডারে ডান হাতি বাঁহাতি কম্বিনেশন আলাদা একটা বৈচিত্র্য দেয়। তবে আকরাম সেটা গুরুত্বপূর্ণ মনে করছেন না,

‘বাঁহাতি ডানহাতি কম্বিনেশন গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটিটা গুরুত্বপূর্ণ। বাঁহাতি ওপেনার যদি যোগ্য হয় দলে জায়গা পাওয়ার জন্য, তাহলে কোন সমস্যা নেই। দেখতে হবে কে ধারাবাহিকভাবে ভালো করছে। আমি যেটা বললাম, আমাদের জুনিয়ররা পারফর্ম করছে কিন্তু ধারবাহিকভাবে না। ওরা যদি ধারাবাহিক পারফর্মেন্স দিতে পারে তাহলে দলটা শক্তিশালী হবে। দল এখন সিনিয়রদের উপর অনেকটাই নির্ভরশীল। সৌম্য গতকাল রানে এসেছে। অনেক দিন পর সে রানে ফিরেছে। আমাদের সৌম্য আছে, লিটন, বিজয় ও সাব্বির আছে। এরা যদি ফর্মে আসে তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো হবে।

 

কিন্তু এতদিন পর্যন্ত তামিমের কোনো সঙ্গী খুঁজে না পাওয়াটা কতটা হতাশার? আকরাম অবশ্য সেটির সরাসরি উত্তর দিলেন না, ‘এখানে দুইটা জিনিস রয়েছে। একটা হলো কৃতিত্বটা আমি নির্বাচকদের দিব। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ একটা দেশের হয়ে টানা ক্রিকেট খেলে যাচ্ছে… এটা অনেক বড় ব্যাপার। ওদের ব্যক্তিগত পারফর্মেন্স কিন্তু অনেক ভাল ছিল। আমরা অনূর্ধ্ব-১৯ লেভেল থেকে তামিম-সাকিবদের যেভাবে দেখছি, এখনো কিন্তু আমরা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের একই ভাবে দেখছি। কিন্তু সাকিবরা অনূর্ধ্ব-১৯ এর পর যেভাবে উন্নতি করেছে, ব্যক্তিগত ভাবে যেভাবে এগিয়ে গেছে সেভাবে কিন্তু আমাদের জুনিয়ররা এগোচ্ছে না। এই এটিটিউড যদি জনিয়রদের মধ্যে লে আসে তাহলে দ্রুত ভালো ভালো প্লেয়ার পেয়ে যাবে। ’

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

ওপেনার তামিম ইকবাল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর