সমর্থকেরাও নতুন খেলোয়াড় চান রিয়ালে
১৭ আগস্ট ২০১৮ ১৬:৫০
স্পোর্টস ডেস্ক।।
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে উয়েফা সুপার কাপে হারের পরেই হঠাৎ যেন জোর একটা ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। কোচ জোলেন লোপেতেগি এরপর ফ্লোরেন্তিনো পেরেজের কাছে জরুরি বার্তা পাঠিয়েছেন, যেন অন্তত তিন জন নতুন খেলোয়াড় ভেড়ানো হয়। এবার এএসের এক জরিপেও উঠে এসেছে, সমর্থকদের দশ জনের মধ্যে নয়জনই চান, রিয়ালে নতুন খেলোয়াড় আসুক।
এমন নয়, এই মৌসুমে একদমই খেলোয়াড় কেনেনি রিয়াল। কদিন আগেই চেলসি থেকে নিয়ে এলো বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক থিবো কোর্তোয়াকে। এর আগে ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ডিফেন্ডার অদ্রিওজোলাকে নিয়ে এসেছে রিয়াল। কিন্তু সেই অর্থে বড় কোনো নাম এখন পর্যন্ত আসেনি। এএস যে জরিপ করেছে, তাতে দেখা গেছে ৮৮ ভাগ রিয়াল সমর্থক চান অন্তত একজন তারকা আসুক দলবদলের সময় শেষ হওয়ার আগে। ১৫ হাজার পাঠক এই জরিপে অংশ নিয়েছেন। ৩১ আগস্ট শেষ হয়ে যাবে দলবদলের এবারের মৌসুম।
এই মৌসুম শুরুর আগেই রিয়াল ছেড়ে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আগে চলে গেছেন কোচ জিনেদিন জিদান। রোনালদো-জিদান পরবর্তী যুগের প্রথম ম্যাচটা অ্যাটলেটিকোর কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। রোব বার বার্নাব্যুর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লা লিগা মিশন শুরু করবে রিয়াল।
সারাবাংলা/ এএম