Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা রেফারির সন্ধানে বাংলাদেশ


১৭ আগস্ট ২০১৮ ২১:২৫

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: আগামী বছরে ফিফা রেফারি বা সহকারি ফিফা রেফারি তালিকাভূক্ত করার জন্য আবেদন চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষায় আবেদনের সময় বেঁধে দিয়েছে দেশের সর্বোচ্চ ফুটবল ফেডারেশন।

শুক্রবার (১৭আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাফুফে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯ সালের ফিফা রেফারি বা সহকারি ফিফা রেফারিগণের তালিকাভূক্তি পরীক্ষা চলতি বছরের ১৪ সেপ্টেম্বরে বাফুফে ভবনে মেডিকেল টেস্ট ও ১৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এজন্য আগ্রহীদের পরীক্ষায় অংশগ্রহণে পাসের বিজ্ঞপ্তি (জাতীয় রেফারি দুইবছরের হতে হবে) ও খেলার (সর্বনিম্ন বিপিএল ও বিসিএল ১০টি ম্যাচ) বিবরণসহ চলতি মাসের ৩১ তারিখের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সচিবালয়ের সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে বলা হয়েছে।

আগ্রহকারী রেফারিদের আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত করে মেডিকেল টেস্ট পরীক্ষায় অংশ নিতে দেয়া হবে। আর এই টেস্টে পাসকৃত রেফারিরাই ফিটনেস পরীক্ষায় অংশ নিতে পারবে।

সারাবাংলা/জেএইচ

ফিফা রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর