Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই মেয়েদের থামাতে পারবে ভারত?


১৭ আগস্ট ২০১৮ ২১:৪৭ | আপডেট: ১৭ আগস্ট ২০১৮ ২১:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: টানা দুটি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। দুরন্ত কিশোরিদের হাত ধরে টানা দুই জায়ান্ট টুর্নামেন্টের শিখড়ে অপরাজিত থেকে লাল-সবুজ জার্সিধারীরা। দক্ষিণ এশিয়ার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে এবারও একই প্রতিপক্ষ। ভারত। সেই প্রতিবেশি দেশকে হারিয়ে হাসিমুখে দেশে ফিরতে উদগ্রীব বাঘিনী বাহিনী।

ভূটানে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের জয়যাত্রার রথ যেন ছুটছেই। তাদের থামানোর মন্ত্র জানা নেই বিপক্ষ দলগুলোর। পাকিস্তানকে ১৪-০ গোলের বন্যায় ভাসানোর পর, নেপালকে উড়িয়ে দিয়ে সেমি ফাইনালে আয়োজক দেশ ভুটানকেও ৫-০ গোলে বিশাল ব্যবধানে হারিয়ে এখন ট্রফি উঁচে ধরার অপেক্ষা গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

বিজ্ঞাপন

গত বুধবারে চাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশের কিশোরিরা ভুটানকে উড়িয়ে দিয়েছে ৫-০ ব্যবধানে। গত সাফ ও এবারের সাফ মিলে কোনও গোল হজম করেনি ছোটনের শিষ্যরা। বরং বিপক্ষদলের জাল কাঁপিয়েছে মোট ২২ বার।

পুরো টুর্নামেন্টজুড়ে বাঘিনীদের গোলবারে আসেনি কোন আক্রমনও।

তাই আত্মবিশ্বাসের পারদটা আকাশচুম্বি। ট্রফি ঘরেই রেখে দিতে প্রতিজ্ঞবদ্ধ বাংলাদেশের কিশোরিরা।

অধিনায়ক মারিয়া মান্ডার কথায় ফুঁটে উঠেছে সেই আকাঙ্খার ছবিই, শেষ ম্যাচ আছে আমাদের। নিজের সেরাটা দিয়েই ভারতকে হারাতে চাই। ট্রফি নিয়ে বাসায় ফিরতে চাই।

বাঘিনীদের কারিগর কোচ গোলাম রব্বানি ছোটনের মুখেও আশ্বাসের গল্প, ‘গত সাত মাস ঠিক যেভাবে খেলেছি ভুটানেও প্রত্যেকটা ম্যাচ আমরা সেভাবে খেলেছি এবং সফলতা পেয়েছি। ফাইনালের ম্যাচেও কোনও গোল না খেয়ে জিততে চাই। ট্রফি নিয়ে ফিরতে চাই।’

চ্যাম্পিয়নের পথে শেষ বাধা শেষ সাফের ফাইনালিস্ট ভারত। ১৮ আগস্ট একই ভেন্যুতে ম্যাচটি সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময়) হতে চলছে। নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত।

সারাবাংলা/জেএইচ

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়ন ফাইনাল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর