Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার পারলো না মেয়েরা


১৮ আগস্ট ২০১৮ ১৯:৪৮

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঠিক গতবারের পুনরাবৃত্তি ঘটলো। গেল বছরের ডিসেম্বরে বাংলাদেশের কিশোরিরা সাফ চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। এ বছর ঠিক উল্টোটা হলো। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা ঘরে নিলো ভারত। কাকতাল হলেও সত্য, দুই ফাইনাল ম্যাচের রেজাল্ট ব্যবধান ১-০। 

সঙ্গে অপরাজিত থাকার রেকর্ডও ভেঙে গেলে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের। রানার আপ হয়ে ফিরতে হচ্ছে তাদের।

তবে, ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলেছে বাঘিনীরা। ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে বাংলার কিশোরিদের আক্রমনে আলোরিত হয়েছে গ্যালারি সহসাই। প্রথমার্ধশেষে বিরতি গেছে ম্যাচ। কেউ কোন গোল আদায় করতে পারেনি তখনও।

দ্বিতীয়ার্ধে এসে পিছিয়ে পড়ে মেয়েরা। ৬৬ মিনিটে সুনিতা মুন্ডার গোলে এগিয়ে যায় ভারত। এর মধ্যে ততোধিক সুবর্ণ সুযোগ পেলেও সমতায় ফিরতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা।

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলের বন্যায় ভাসানোর পর, নেপালকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে সেমি ফাইনালে আয়োজক দেশ ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিলো শামসুন্নাহার-তহুরাদের দলটি।

ফাইনালে নামার আগে গত সাফ ও এবারের সাফ মিলে কোনো গোল হজম করেনি ছোটনের শিষ্যরা। বরং বিপক্ষ দলের জাল কাঁপিয়েছে মোট ২২ বার। ফাইনালের আগে পুরো টুর্নামেন্টজুড়ে বাঘিনীদের গোলবারে আসেনি কোনো আক্রমনও।

সারাবাংলা/জেএইচ/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর