Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ম-শৃঙ্খলায় চ্যাম্পিয়ন বাংলাদেশ


১৮ আগস্ট ২০১৮ ২১:৪১

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশের মেয়েরা শিরোপা ধরে রাখতে না পারলেও পুরো টুর্নামেন্টজুড়ে উদাহরণ সৃষ্টি করে গেছে। নিয়ম-নীতি আর শৃঙ্খলাতেও সবার উপরে ছিলো বাঘিনী বাহিনী। তারই স্বীকৃতি দিলো সাফ।

ভুটানে অনূর্ধ্ব সাফ চ্যাম্পিয়নশিপে রানার আপ হয়ে বিদায় নিলেও ফেয়ার প্লের পুরস্কারটা পেয়েছে বাংলাদেশের মেয়েরাই। টুর্নামেন্টজুড়ে নিয়ম-আইন ও শৃঙ্খলা মেনেই ম্যাচ খেলে গেছে কিশোরিরা। তারই প্রাপ্তি ফেয়ার প্লে পুরস্কার।

এ ধরা টানা দুটি সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। দুরন্ত কিশোরিদের হাত ধরে গতবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার মিসের মিছিলে ট্রফি মিস হয়েছে। তবে, ফেয়ার প্লের পুরস্কারটা বগলদাবা করতে ভুলে নি কিশোরিরা।

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে মেয়েদের জয়যাত্রার রথ থেমেছে আজ। এর আগে পাকিস্তানকে ১৪-০ গোলের বন্যায় ভাসানোর পর, নেপালকে ৩-০ গোলে হারিয়ে দিয়ে সেমি ফাইনালে আয়োজক দেশ ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে শামসুন্নাহার-তহুরাদের দলটি। এখন ট্রফি উঁচিয়ে ধরার অপেক্ষায় ছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

সেটা আর হলো না। ১-০ গোলে হেরে রানার আপ হয়েই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

ফাইনালে নামার আগে গত সাফ ও এবারের সাফ মিলে কোনো গোল হজম করেনি ছোটনের শিষ্যরা। বরং বিপক্ষ দলের জাল কাঁপিয়েছে মোট ২২ বার। ফাইনালের আগে পুরো টুর্নামেন্টজুড়ে বাঘিনীদের গোলবারে আসেনি কোনো আক্রমনও। সেটা ফাইনাল ম্যাচেই শেষ হয়ে গেলো।

সারাবাংলা/জেএইচ

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর